বাংলারজমিন
মৌলভীবাজারে ফুটবল প্রশিক্ষণ শুরু
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১৬ মে ২০২৫, শুক্রবারমৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনূর্ধ্ব-১৫ বছরের বালকদের নিয়ে শ্রীমঙ্গল উপজেলায় ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় শ্রীমঙ্গল উপজেলায় অনূর্ধ্ব-১৫ বছরের বালকদের নিয়ে ফুটবল প্রশিক্ষণ ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। ফুটবল প্রশিক্ষনে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ক্লাব ও ভৈরবগঞ্জ ক্রীড়া একাডেমীর ৪০ জন বালক অংশ গ্রহণ করছে।
ফুটবল প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করছেন ফুটবল প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর ‘এ’ ডিপ্লোমা (চলমান) ফুটবল কোচ জামান আহমেদ। ফুটবল প্রশিক্ষনের জন্য প্রশিক্ষণার্থীদের মাঝে জেলা ক্রীড়া অফিস কর্তৃক ক্রীড়া সামগ্রী ও জার্সি বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিনের পক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার ধর। বিশেষ অতিথি ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এ্যাডহক কমিটির সদস্য ও সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, মোস্তাক আহমদ, ফরাহাদ আলম, কামরুল ইসলাম, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তনজু খান। অনুষ্ঠানে সাবেক ফুটবলার মোর্শেদ আহমদ, শওকত আলী, জেলা ক্রীড়া অফিসের কমল অধিকারী ও শ্রীমঙ্গল উপজেলার বিশিষ্ট ক্রীড়ানুরাগী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে প্রশিক্ষনার্থীদের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।