বাংলারজমিন
নবীনগরে যুবলীগ নেতা গ্রেপ্তার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১৬ মে ২০২৫, শুক্রবারব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নবীনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে নবীনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ জানায়, বুধবার রাত ৯টায় নবীনগর পৌর মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, গালাম মোস্তফাকে গত বছরের ৬ ডিসেম্বর দায়ের করা মামলায় গ্রেপ্তার করে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।