বাংলারজমিন
সদরপুরে ধর্ষণ ও মাদক মামলায় গ্রেপ্তার ২
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
১৬ মে ২০২৫, শুক্রবারফরিদপুরের সদরপুরে ধর্ষণের পর হত্যা ও মাদক মামলার সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণ মামলায় আকটের চর ইউনিয়নের খালাসী ডাঙ্গী গ্রামের নাছির উদ্দীন খালাসির পুত্র ছবুর খালাসি গ্রেপ্তার হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তার হয়েছে চর বিষ্ণপুর ইউনিয়নের শমসের মাতুব্ব্রের ডাঙ্গী গ্রামের বাবুল বেপারীর পুত্র রবিউল বেপারী। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ওসি নাজমুল হাসান জানান, গ্রেফতারকৃত দু’জনকে আদালতে পাঠানো হয়েছে।