বাংলারজমিন
কালক্ষেপণ না করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন: মামুন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
১৬ মে ২০২৫, শুক্রবারসংস্কারের দোহাই দিয়ে কালক্ষেপণ না করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন। নাহলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আন্দোলনের মাধ্যমে নির্বাচন আদায় করে নিবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন। গতকাল বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুর রশিদ মামুন বলেন, বিগত সরকার দেড় যুগের বেশি সময় দেশের মানুষকে নির্বাচন থেকে দূরে রেখেছে। কেউ ভোটকেন্দ্রে যেতে পারে নাই এবং ভোট দিতে পারে নাই। তাই নির্বাচনের জন্য সাধারণ মানুষ উন্মুখ হয়ে আছে। তিনি বলেন, তারেক রহমানের নির্দেশ অমান্য করে বিএনপি’র নাম ভাঙ্গিয়ে কেউ কোন অপকর্ম করলে ছাড় দেয়া হবে না। পরিশেষে আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের জন্য আহবান জানান। এর আগে জেলা বিএনপি আহবায়ক কমিটির নবনির্বাচিত সদস্য গোলাম মোস্তফা সেলিমকে সংবর্ধনা দেয়া হয়। সাবেক ছাত্রদল নেতা বেলায়েত হোসেন দিপুর সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নবনির্বাচিত সদস্য গোলাম মোস্তফা সেলিম, সৌদি আরব বিএনপি’র সদস্য জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রদল নেতা জিএস ফরিদ, দিলদার হোসেন দিদার, চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর নুরনবী, বিএনপি নেতা মাকছুদুল আলম প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে আনন্দ র্যালী বের করা হয়।