বাংলারজমিন
মির্জাপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
১৬ মে ২০২৫, শুক্রবারটাঙ্গাইলের মির্জাপুরে ফের দ্বিতীয় শ্রেণী পড়ুয়া ৭ বছর বয়সী কণ্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পঞ্চায়োর্ধ্ব এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত ইয়াছিন মুন্সীর ছেলে চাঁন মিয়া (৫৫)কে আটক করেছে পুলিশ। আটকের আগে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে গাছের সাথে বেঁধে রাখে। সংবাদ পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
নিজেকে নির্দোষ দাবি করে আটককৃত চাঁন মিয়া বলেন, যে সবাইকে ডেকে আমাকে ধর্ষক বানিয়েছে তার সঙ্গে আমার পূর্ব শত্রুতা রয়েছে। আমি অন্য এলাকা থেকে ওই এলাকা বাড়ি বানিয়েছি বলে সে সবসময় আমার পেছনে লেগে থাকতো। শিশুটির মা বলেন, পাশের বাড়িতে খেলাধুলা করা অবস্থায় চাঁন মিয়া আমার মেয়েকে ডেকে তার সঙ্গে করে নির্জন এলাকায় নিয়ে যায়। এলাকার দু’জন এটা দেখে তার পিছু নিলে তারা এই ঘটনা জানতে পারে। আমি এই শয়তানের দৃষ্টান্তমূলক বিচার চাই। মির্জাপুর থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।