বাংলারজমিন
ফেনী সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
ফেনী প্রতিনিধি
১৬ মে ২০২৫, শুক্রবারফেনী সীমান্তে ফের চোরাইপথে আনা বিপুল পরিমান ভারতীয় পন্য উদ্ধার করছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা সীমান্তে ৫৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় মোবাইল ডিসপ্লে, বাইসাইকেল, চিনি ও গরু জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি ৪ ফেনী ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির নিয়মিত টহল দল জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারতীয় পন্য ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি করে সীমান্ত এলাকা দিয়ে চোরাইপথে আনা বিপুল পরিমান ভারতীয় মোবাইল ডিসপ্লে, বাইসাইকেল, চিনি ও গরু জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মুল্য ৫৮ লাখ ৬৫ হাজার ৪৫০ টাকা। বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, জব্দকৃত মালামালগুলো ফেনী কাস্টমস্ ও শুল্ক অফিসে জমা দেয়া হয়েছে।