বাংলারজমিন
নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদক কারবারির মৃত্যু, আটক ২
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
১৬ মে ২০২৫, শুক্রবার নারায়ণগঞ্জে র্দুবৃত্তদের ছুরিকাঘাতে শাহাদাত হোসেন (৩২) নামে এক মাদক কারবারির মৃত্যু হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ফাহিম ও ভেলকি নামে দু’জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১১টার দিকে শহরের জিমখানা সিটি পার্কের ভেতর। নিহত শাহাদাত হোসেন ওই এলাকার ৩ নম্বর গলির মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিটি পার্কের ভেতরে কয়েকজন যুবকের সঙ্গে শাহাদাতের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বলেন, নিহত যুবক একজন মাদককারবারি। ধারণা করা হচ্ছে, মাদককারবারের দ্বন্দ্বের জেরে তাকে ছুরিকাঘাত করা হলে তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে মাদক মামলাসহ ৮টি মামলা রয়েছে।