ঢাকা, ১৬ মে ২০২৫, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সাতকানিয়ায় রেলস্টেশন নির্মাণ হলেও নেই সংযোগ সড়ক

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
১৬ মে ২০২৫, শুক্রবার
mzamin

ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে সাতকানিয়ার যাত্রীদের জন্য দৃষ্টিনন্দন রেলওয়ে স্টেশন নির্মাণের দুই বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত যাতায়াতের জন্য নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। গ্রামীণ আইলপথ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রীরা। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, সংযোগ সড়ক নির্মাণের জন্য এলজিইডিকে চিঠি দেয়া হয়েছে। জানা যায়, ২০২৩ সালের ১২ই নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের উদ্বোধন করেন। এর আগে ২০১৮ সালে সাতকানিয়া রেলওয়ে স্টেশনের নির্মাণকাজ শুরু হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্টেশনের নির্মাণকাজ শেষ হয়। তবে যাত্রীদের সুবিধার্থে এখনো নির্মাণ হয়নি সংযোগ সড়ক। রেললাইন নির্মাণ প্রকল্প সংশ্লিষ্টরা শুধুমাত্র প্রকল্পভুক্ত জায়গায় কাজ করে দায় সেরেছেন মাত্র। কবে নাগাদ সংযোগ সড়ক নির্মিত হবে তাও সুনির্দিষ্ট করে বলতে পারছেন না প্রকল্প সংশ্লিষ্টরা। সাতকানিয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মং ইউ মারমা বলেন, দৈনিক গড়ে ৭০-৮০ জন যাত্রী যাতায়াত করে। সড়ক না থাকায় যাত্রীরা কষ্ট করে বিলের মাঝখানে আইলপথ দিয়ে যাতায়াত করে। স্টেশনের পূর্বপাশে সংযোগ সড়ক নির্মাণের জন্য রেল কর্তৃপক্ষ সম্ভাব্য জায়গা নির্ধারণ করেছেন। তবে এখনো জায়গা অধিগ্রহণ করা হয়নি। এ ব্যাপারে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক (পিডি) আবুল কালাম আজাদ চৌধুরী বলেন, সরকারের অধিগ্রহণকৃত জায়গায় সংযোগ সড়ক নির্মাণের জন্য স্টেশনের পূর্বপাশে শিডিউল অনুযায়ী কয়েক ফুট জায়গায় কাজ করেছি। প্রকল্পের বাইরে কাজ করার সুযোগ আমাদের নাই। তবে যাত্রীদের রেলে যাতায়াতের সুবিধার্থে যাতে সংযোগ সড়ক নির্মাণ করা হয় সেজন্য এলজিইডিকে চিঠি দেয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে বলেন, সাতকানিয়া রেলস্টেশনে সংযোগ সড়ক নির্মাণ করে দেয়ার জন্য আমি কোনো চিঠি পায়নি। এ বিষয়ে আমি অবগত নই। তবে, যদি রেলের পাশ দিয়ে যাওয়া জায়গা যদি এলজিইডি’র অধীনে হয় এবং আমাদের অবগত করলে তা নির্মাণে আমরা উদ্যোগ গ্রহণ করবো। বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সবুক্তগীন বলেন, রেললাইন নির্মাণ প্রকল্পের জন্য যারা কাজ করেছে তারা এখনো আমাদের কাজ বুঝিয়ে দেয়নি। তাই এ বিষয়ে আমি কে নো মন্তব্য করতে পারছি না।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status