দেশ বিদেশ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
১৬ মে ২০২৫, শুক্রবারমঙ্গলবার মানবজমিন-এ প্রকাশিত “এক এজেন্সির হাতে জিম্মি মধ্যপ্রাচ্য রুট’’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গ্যালাক্সি বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ। এক প্রতিবাদপত্রে তিনি বলেন, আমি কিংবা এই প্রতিষ্ঠানের কোনো জিএসএ এ ধরনের কোনো সিন্ডিকেটের সঙ্গে জড়িত নয়। রিপোর্টে গ্যালাক্সি ট্রাভেল এবং আমাদের গ্রুপের প্রতিষ্ঠানগুলোর মানি লন্ডারিংয়ে জড়িত এরকম তথ্য আমাদের ব্যবসায়িক সুনাম নষ্ট করেছে। মন্ত্রণালয়ের রিপোর্টের কোথাও আমাদের কোনো প্রতিষ্ঠানের মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত থাকার কথা উল্লেখ নেই। গ্যালাক্সি এবং আমার পরিবারের বিরুদ্ধে দুদক কোনো তদন্ত করছে বলে আমাদের জানা নেই। রিপোর্টে উল্লেখিত আন্তর্জাতিক ১১টি এয়ারলাইন্সের জিএসএ এবং ৩০টি ট্র্যাভেল এজেন্সির বিরুদ্ধে টিকিট কারসাজির কথা বলা হয়েছে সরকারি রিপোর্টে তা উল্লেখ নেই। আন্তর্জাতিক এয়ারলাইন্সের টিকিটের নিয়ন্ত্রণ নেয়া কোনো জিএসএ বা ট্রাভেল এজেন্টের পক্ষে অসম্ভব ব্যাপার। এয়ারলাইন্স টিকিটের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে এয়ারলাইন্সের কেন্দ্রীয় অফিসের রেভিনিউ ম্যানেজমেন্টের নিবিড় তদারকির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে। বাংলাদেশে বিদেশি এয়ারলাইন্সের পক্ষ থেকে নিয়োজিত কান্ট্রি ম্যানেজার জিএসএ’র কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করে থাকেন।