দেশ বিদেশ
গ্রী এসির নতুন চারটি সিরিজের মোড়ক উন্মোচন
অর্থনৈতিক রিপোটার
১৬ মে ২০২৫, শুক্রবার
দেশের বাজারে এসেছে গ্রী এসির সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ নতুন চারটি সিরিজ কসমো, সিমো, যেনো এবং ক্লেভিয়া। এখন থেকে ইলেক্ট্রো মার্ট-এর সকল রিটেইল শো-রুম এবং পার্টনার শো-রুমে নতুন সিরিজের এই মডেলসমূহ পাওয়া যাবে। নতুন এই সিরিজে থাকছে ন্যানো টেকনোলজি, এআই প্রযুক্তি ও ন্যানো আউটডোর যা বর্তমান বিশ্বে পরিবেশবান্ধব সর্বাধুনিক প্রযুক্তি। ইলেক্ট্রো মার্ট বিশ্বাস করে এসকল বিশেষ বৈশিষ্ট্য সম্বলিত গ্রী এসির নতুন সিরিজ আমাদের দেশের সকল ক্রেতা সাধারণের মাঝে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হবে। নতুন সিরিজের মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি ইলেক্ট্রো মার্ট লিমিটেড-এর গুলশান কর্পোরেট অফিসে সম্পূর্ণ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আমিন ফারুক, ডিএমডি মো. নুরুচছাপা বাবু ও মো. নুরুল আফছার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ ঊন নেওয়াজ রাফি, নুরুল আজিম সানি ও সিনথিয়া কায়নাথ নুর, এনএসএম জুলহক হোসাইন।