ঢাকা, ১৬ মে ২০২৫, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদ এখন ব্যাংককে

স্টাফ রিপোর্টার
১৬ মে ২০২৫, শুক্রবার
mzamin

সাবেক প্রেসিডেন্ট  আবদুল হামিদ বর্তমানে ব্যাংককে চিকিৎসাধীন। সম্প্রতি তার বিদেশ গমন নিয়ে আলোচনার ঝড় উঠে। তোলপাড় সৃষ্টি হয় রাষ্ট্রের সর্বোচ্চ মহলে। তার দেশ ছাড়ার জেরে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন কয়েকজন প্রশাসনিক কর্মকর্তা। এ পর্যায়ে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ছেলের একটি পোস্ট ভাইরাল হয়। ওই পোস্টে সাবেক প্রেসিডেন্টকে একটি হুইলচেয়ারে লুঙ্গি পরা অবস্থায় দেখা যায়। পোস্টে সাবেক প্রেসিডেন্টের ছেলে রিয়াদ আহমেদ লেখেন, ৮২-৮৩ বছরের একজন বয়স্ক লোক যিনি কিনা অসুস্থতার কারণে এখন ২ মিনিট দাঁড়িয়ে থাকতে পারছেন না, ২ ঘণ্টা বসে থাকতে পারছেন না- বাধ্য হয়ে বিছানায় শুয়ে পড়েন। ওজন কমতে কমতে ৫৪ কেজিতে দাঁড়িয়েছে, যে কারণে নিজের কোনো প্যান্ট পরতে পারছেন না, বাধ্য হয়েই লুঙ্গি পরে থাকতে হচ্ছে। যাকে বেটার চিকিৎসার জন্য ডাক্তারগণ বোর্ড করে সিদ্ধান্ত দিয়েছেন বিদেশে চিকিৎসা করানোর জন্য। যিনি রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ শেষ হওয়ার পর প্রকাশ্যে বলেছেন যে, উনি আর পলিটিক্সের সঙ্গে জড়িত হবেন না এবং তারপর পলিটিক্সের সঙ্গে কোনোভাবে জড়িত হননি। আবার, যেখানে শত শত লোক বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে নিয়মিত থাইল্যান্ড যাচ্ছে সেখানে একজন সাধারণ নাগরিক হিসেবে থাইল্যান্ডে চিকিৎসার জন্য তিনি আসতেই পারেন। অথচ, এ ঘটনাটাকেই এত বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে যা কল্পনাতীত। বানিয়ে মিথ্যা বলতে পারাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে কিছু লোক। সকলেই দোয়া করবেন যেন তিনি সুস্থ হয়ে তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারেন ইনশাআল্লাহ। আমি যদি মিথ্যা বলে থাকি তবে আল্লাহর লানত আমার উপর পড়ুক। আর যারা মিথ্যা প্রচার করছে তারা যদি তাদের কৃতকর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা না করে তবে তাদের সবার উপর আল্লাহ’র লানত পড়ুক। আমিন, ইয়া রাব্বুল আলামিন।’ এদিকে ওই পোস্টের তাৎক্ষণিক প্রতিক্রিয়াও দিয়েছেন অনেকে। 
 

পাঠকের মতামত

He is not an ordinary citizen. Ex President and being guardian of the country he enjoyed his life and palace and supported Gum Khun Money laundering and all atrocities of AL govt. Only Allah will decide on whom "Lanot "will be showered

Not Interested
১৬ মে ২০২৫, শুক্রবার, ১০:৫৩ পূর্বাহ্ন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status