বাংলারজমিন
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সচিবসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৬ মে ২০২৫, শুক্রবারসিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে মামলাটি দায়ের করেন সংগঠনের এক নেত্রী। মামলার অপর তিন আসামি হলেন- জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ ওরফে খুরশেদ, যুগ্ম সদস্য সচিব ফখরুল হাসান ও রেদোয়ান মুনসি। মামলার আবেদনে উল্লেখ করা হয়, বাদী সংগঠনের তহবিল ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চেয়ে অভিযুক্তদের কাছে হিসাব চান। এতে তারা ক্ষিপ্ত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালাগালি করেন। গত ১০ই এপ্রিল আসামিরা ও অজ্ঞাতনামা আরও ৭-৮ জন মিলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এরপর ৭ই মে তাকে অপহরণ, খুন ও ধর্ষণের হুমকি দেয়া হয়। ঘটনার পরদিন, ৮ই মে তিনি সিলেট মহানগর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যার ভিত্তিতে পরবর্তীতে মামলাটি দায়ের করেন। বাদীর আইনজীবী ওয়াহিদুর রহমান জানান, আদালত মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শককে (তদন্ত) বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। সংগঠনের সদস্য সচিব নুরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, মামলায় যে চারজনের নাম রয়েছে, তাদের মধ্যে রেদোয়ান মুনসি আমাদের কমিটির কেউ নন। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।