বাংলারজমিন
বৈষম্যবিরোধী ছাত্রনেতা পরিচয়ে চাঁদা নিতে এসে আটক ৮
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
১৬ মে ২০২৫, শুক্রবার
খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে চাঁদা নিতে এসে পুলিশের কাছে আটক হয়েছেন ৮ যুবক। বুধবার রাত ১০টার দিকে নগরীর খালিশপুর থানাধীন ৯ নম্বর ওয়ার্ড বাস্তুহারা কলোনির বাসিন্দা বাপ্পির কাছে চাঁদা নিতে গিয়ে তারা পুলিশের কাছে আটক হয়। এর আগে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
স্থানীয়রা জানান, খুলনার খালিশপুর এলাকার দুর্বার সংঘ ক্লাব এলাকার বাসিন্দা আবু বকর সিদ্দিক রায়হান নিজেকে ছাত্র আন্দোলন নগর যুগ্ম সম্পাদক হিসেবে পরিচয় দেয়। পরে আরও আটজন যুবকসহ রাত সাড়ে ৯টার দিকে খালিশপুর বাস্তুহারা কলোনির ২ নম্বর রোডের বাসিন্দা বাপ্পির বাড়িতে প্রবেশ করে। এ সময়ে রায়হানসহ উপস্থিত আরও কয়েকজন যুবক তাকে পতিত সরকারের দোসর বলে দাবি করে। এ সময় তারা বাপ্পির কাছে ৩ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে তারা হুমকি দেয়। এ সময় এলাকাবাসী এ ঘটনা জানতে পেরে তাদের ধাওয়া দেয়। এ সময়ে রায়হানের সঙ্গে থাকা কয়েকজন যুবক ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে পুলিশ রায়হানসহ আটজনকে আটক করে থানায় নিয়ে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানায়, রাত ১০টার দিকে কয়েকজন যুবক এসে বাস্তুহারা কলোনির বাসিন্দা বাপ্পিকে আওয়ামী লীগের দোসর বলতে থাকে। পতিত সরকারের নেতাকর্মীদের টাকা দিতো বলে তারা দাবি করে চাঁদা চায়। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে এলাকাবাসী একত্রিত হয়ে তাদের আটকিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
তিনি আরও বলেন, রায়হান নিজেকে নগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম সম্পাদক পরিচয় দিলে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ডেকে আনা হলেও তারা তাকে চেনে না বলে উপস্থিত জনগণকে জানান।
খালিশপুর থানার এসআই সোবহান বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগকারী মামলা দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।