ঢাকা, ২৫ মে ২০২৫, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, তাও জানানো হবে স্বচ্ছতার জন্য: আলী রীয়াজ

স্টাফ রিপোর্টার

(৭ ঘন্টা আগে) ২৫ মে ২০২৫, রবিবার, ১:৫৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৩১ অপরাহ্ন

mzamin

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি, তা স্বচ্ছতার স্বার্থে জনগণকে জানানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ঐকমত্য বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য হয়েছে, আবার কিছু বিষয়ে এখনো মতৈক্যে পৌঁছানো সম্ভব হয়নি। আদর্শিক অবস্থানের কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক, তাই সব বিষয়ে ঐকমত্য সম্ভব নয়—এটাই বাস্তবতা।’

তিনি জানান, নাগরিক সমাজের মতামতকে গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আলোচনা থেকে পাওয়া পরামর্শ কমিশনের কার্যক্রমকে আরও অর্থবহ করবে বলে জানান তিনি।

আলী রীয়াজ বলেন, ‘যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা যায়নি, সেগুলো আমরা জনগণকে জানাবো স্বচ্ছতার স্বার্থে এবং ভবিষ্যতে রাজনৈতিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণে যেন জনগণ সহায়তা করতে পারে, সে লক্ষ্যেই। আমরা চেষ্টা করবো জাতীয় সনদের পাশাপাশি একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে, যেখানে এই মতামতগুলো প্রতিফলিত হবে।’

সুশীল সমাজের সঙ্গে আলোচনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় কেবল রাজনৈতিক দলগুলোর সংলাপ যথেষ্ট নয়, নাগরিক সমাজের মধ্যেও এ বিষয়ে সম্মিলিত মত থাকা প্রয়োজন। সংস্কার কর্মসূচিতে তাদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।’

তিনি জানান, ‘ফেব্রুয়ারির মাঝামাঝিতে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনকে ছয় মাস সময় দেয়া হয়েছে, যার অর্ধেক সময় ইতোমধ্যেই অতিক্রান্ত। এ সময়ে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে মাসব্যাপী আলোচনা হয়েছে, তাদের প্রাথমিক মতামতও নেয়া হয়েছে।’

আলী রীয়াজ বলেন, ‘আমরা একটি মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছি। পরিবর্তনের সম্ভাবনা যেমন তৈরি হয়েছে, তেমনি এসেছে কঠিন চ্যালেঞ্জও। কারণ এই প্রচেষ্টা শুধু রাজনৈতিক নয়, রাষ্ট্রীয় কাঠামোর প্রাতিষ্ঠানিক সংস্কারের চেষ্টা। এ পথ সহজ নয়।’

তিনি আরও বলেন, ‘৫৩ বছরের চেষ্টার পাশাপাশি গত ১৬ বছরের সংগ্রাম ও সাম্প্রতিক গণআন্দোলনের আত্মত্যাগের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই দায় থেকেই আমাদের এই আলোচনা এবং আমরা আশা করি সকলে নিজ নিজ অবস্থান থেকে কাঠামোগত পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখবেন।’

আপনাদের মতামত আমাদের চলার পথে সহযোগিতা করবে—এই প্রত্যাশাও ব্যক্ত করেন অধ্যাপক আলী রীয়াজ।

পাঠকের মতামত

মাহাথীর হতে চাইলে আগে নির্বাচিত হন । নির্বাচনের SRO জারি করেন । নাটক বন্ধ করেন ।

Monir
২৫ মে ২০২৫, রবিবার, ৪:১৭ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status