অনলাইন
বরিস জনসন আবারও পিতা হলেন
মানবজমিন ডেস্ক
(৭ ঘন্টা আগে) ২৫ মে ২০২৫, রবিবার, ২:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:১০ অপরাহ্ন

বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন আবারো পিতা হয়েছেন। তার স্ত্রী ক্যারি জনসন চতুর্থ সন্তানের জন্ম দিয়েছেন। এবার তিনি এক কন্যাসন্তানের মা হয়েছেন। কন্যার নাম রাখা হয়েছে পপি এলিজা জোসেফিন জনসন। ক্যারি ইনস্টাগ্রামে জানান, পপির জন্ম হয়েছে ২১ মে এবং নবজাতককে ঘিরে পরিবারের সকলেই মোহিত ও ভালোবাসায় পূর্ণ। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।
নবজাতককে নিয়ে ক্যারি লিখেছেন, বিশ্বাসই করতে পারছি না তুমি এতটা সুন্দর আর এতটাই ছোট্ট! আমরা অসাধারণ ভাগ্যবান। তোমার দিকে তাকিয়ে থাকতে থাকতে এক মুহূর্তের জন্যও ঘুমাতে পারিনি। ক্যারির পোস্টে স্পষ্ট ইঙ্গিত ছিল, পপিই সম্ভবত জনসন দম্পতির শেষ সন্তান।
তিনি লিখেছেন, একটি ‘ফাইনাল গ্যাং মেম্বার’ যুক্ত হয়েছে আমাদের পরিবারে। এ নিয়ে পপির সঙ্গে যুক্ত হলো তিন ভাইবোন। তারা হলো-উইলফ্রেড (জন্ম এপ্রিল ২০২০, কোভিড লকডাউনের সময়), রোমি (ডিসেম্বর ২০২১) ও ফ্র্যাঙ্ক (জুলাই ২০২৩)। এর মধ্যে রোমি বিশেষভাবে খুশি হয়েছে বোন পেয়ে। কারণ সে নাকি দীর্ঘদিন ধরে ছোটবোন চেয়ে আসছিল। ক্যারি রসিকতার সুরে লিখেছেন, ম্যাচিং ড্রেস আসছে।