ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

শেষের পাতা

আল জাজিরার প্রতিবেদন

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বৃটেনে থাকা সম্পত্তি জব্দ

মানবজমিন ডেস্ক
১৩ জুন ২০২৫, শুক্রবার
mzamin

পতিত সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বৃটেনে থাকা সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা (এনএসএ)। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী দল (আই-ইউনিট)। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে এ পদক্ষেপ নেয়া হয়েছে। গত বুধবার ‘ইউকে ক্রাইম এজেন্সি ফ্রিজেস অ্যাসেটস অব ডিসগ্রেস শেখ হাসিনাস অ্যালাই’ শিরোনামে প্রকাশিত সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী সমপ্রতি ক্ষমতাচ্যুত ও (সাময়িক) নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত। বর্তমানে তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে বাংলাদেশ। গতরাতে আই-ইউনিটকে দেয়া এক বিবৃতিতে এনএসএ-এর এক মুখপাত্র জানিয়েছেন, আমরা নিশ্চিত করে বলছি- চলমান তদন্তের অংশ হিসেবে সাইফুজ্জামানের একাধিক সম্পদ জব্দের নির্দেশ পেয়েছে এনএসএ। সম্পদ জব্দের অর্থ হচ্ছে চৌধুরী এখন আর এগুলো বিক্রি করতে পারবেন না। এমন এক সময় তার সম্পত্তি জব্দের খবর এলো যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডন সফরে আছেন। গত বছর ৫৬ বছর বয়সী সাইফুজ্জামানের বৃটেনের সম্পদের খবর প্রথম প্রকাশ করে আল জাজিরা। সংবাদমাধ্যমটি জানায়- সেখানে সাবেক ওই মন্ত্রীর ৩৫০টির বেশি সম্পত্তি রয়েছে। তবে এসব সম্পত্তির ঠিক কতোটি জব্দ করা হয়েছে তা স্পষ্ট করেনি বৃটেনের জাতীয় অপরাধ সংস্থা। তবে আল জাজিরার আই-ইউনিট জানিয়েছে, লন্ডনের সেন্ট জন’স উড এলাকায় ১১ মিলিয়ন পাউন্ড (১৪ দশমিক ৮ মিলিয়ন ডলার) মূল্যের একটি বিলাসবহুল বাড়ি এই জব্দের আওতায় আছে। এই বাড়িতেই আল জাজিরার অনুসন্ধানী দল চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এখানেই তিনি দামি স্যুট ও কুমিরের বাচ্চার চামড়ার তৈরি জুতার প্রতি তার আগ্রহের কথা জানিয়েছিলেন। সেসময় শেখ হাসিনার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি তো ওনার ছেলের মতো। এ ছাড়া চৌধুরীর যে লন্ডনে ব্যবসা আছে সে বিষয়টিও জানতেন শেখ হাসিনা। আই-ইউনিটের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বার্ষিক বৈদেশিক লেনদেনের সীমা মাত্র ১২ হাজার ডলার থাকলেও বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন চট্টগ্রামের প্রভাবশালী পরিবার থেকে উঠে আসা সাবেক ওই মন্ত্রী। অনুসন্ধানে দেখা যায়, লন্ডন, দুবাই ও নিউ ইয়র্কে ৫০০ মিলিয়ন ডলারের সম্পত্তি কিনেছেন সাইফুজ্জামান। তবে বাংলাদেশের ট্যাক্স রিটার্নে এসব সম্পদের কোনো উল্লেখ নেই। ‘দ্য মিনিস্টার’স মিলিয়নিয়ার্স’ শিরোনামে একটি প্রমাণ্যচিত্রের মাধ্যমে এসব তথ্য তুলে ধরে আল জাজিরা। 
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status