ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

শেষের পাতা

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বাধা নেই

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
১৩ জুন ২০২৫, শুক্রবার
mzamin

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বাধা নেই। উনি বাংলাদেশের নাগরিক, যেকোনো সময় তিনি দেশে ফিরতে পারেন। উনি দেশে ফেরার যখন সময় মনে করবেন, তখন দেশে ফিরবেন। গতকাল সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

জাহাঙ্গীর আলম বলেন, ভারত থেকে যাদের পুশইন করা হচ্ছে তারা প্রোপার চ্যানেলে আসছে না। অমানবিকভাবে তাদের বাংলাদেশের ঢোকানো হচ্ছে। আমাদের বাংলাদেশি নাগরিক যারা তাদের (ভারত) দেশে আছে, তাদের আমরা অবশ্যই নেবো। এজন্য তাদের প্রোপার চ্যানেলে আসতে হবে। কিন্তু তারা সেটি ফলো না করে জঙ্গলে, রাস্তায় এটা করে যা করছে তা অমানবিক। বিষয়টি আমরা হাইকমিশনারকে জানিয়েছি, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন। এ সময় ভারতসহ বাইরের দেশ থেকে আগতদের মাধ্যমে কোভিড মহামারি ঠেকাতে বিমানবন্দরসহ বিভিন্নস্থানে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের এসপি মো. আখতারুজ্জামান বসু মিয়া, হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. জিয়া উদ্দিন খান, সালনা হাইওয়ে ওসি মো. আক্তারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তিনি বিজিবি’র গাজীপুর ব্যাটালিয়ন কার্যালয় ও শ্রীপুরে অবস্থিত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status