দেশ বিদেশ
প্রধান উপদেষ্টার বৃটেন সফরে সন্তোষ প্রকাশ সারা কুকের
কূটনীতিক রিপোর্টার
১৩ জুন ২০২৫, শুক্রবারবাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারা কুক। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লিখেন, এই সপ্তাহে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাজ্যে স্বাগত জানাতে পেরে দারুণ ভালো লাগছে। প্রফেসর ইউনূসের কর্মসূচির পরিধি দুই দেশের গণতন্ত্র, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পদক্ষেপ, আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গাদের প্রতি সমর্থনের ক্ষেত্রে যৌথ অঙ্গীকারের প্রতিফলন।
চারদিনের সরকারি সফরে গত মঙ্গলবার লন্ডনে পৌঁছান প্রধান উপদেষ্টা। এই সফরের মূল লক্ষ্য- যুক্তরাজ্যের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নবায়ন, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগে নতুন মাত্রা যোগ করা। এ ছাড়াও মর্যাদাপূর্ণ কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি।