শেষের পাতা
ইরানে শীর্ষ সামরিক পদে নতুন নিয়োগ, প্রস্তুতি নিচ্ছে সশস্ত্র বাহিনী
মানবজমিন ডেস্ক
১৪ জুন ২০২৫, শনিবার
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি দেশের সশস্ত্র বাহিনীর শীর্ষ পদে নতুন সামরিক নেতাদের নিয়োগ দিয়েছেন। শুক্রবার জারি করা এক আদেশে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো দেন। বার্তা সংস্থা ইরনা বলছে- নতুন আদেশ অনুযায়ী, মেজর জেনারেল সাইয়্যেদ আবদুর রহিম মুসাভিকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এর পাশাপাশি, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর। খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের নতুন কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল আলী শাদেমানি। এই গুরুত্বপূর্ণ সামরিক রদবদল এমন এক সময়ে এলো যখন ইসরাইলি বাহিনী শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানসহ একাধিক শহরে সুনির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক সামরিক হামলা চালায়। হামলায় ইরানের বর্তমান সামরিক নেতৃত্বের তিনজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হয়েছেন।
তারা হলেন- সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এবং খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রাশিদ। এই হত্যাকাণ্ড ইরানের সামরিক ও রাজনৈতিক মহলে গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ইরানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে একটি উপযুক্ত ও জবাবদিহিমূলক প্রতিক্রিয়া দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই হামলা এবং নেতৃত্ব বদল মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে। ইসরাইলের হামলা ছিল একটি পরিকল্পিত এবং উচ্চপর্যায়ের অপারেশন। এর লক্ষ্য ছিল ইরানের সামরিক নেতৃত্বকে দুর্বল করা। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন তেহরান ও ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে। মধ্যপ্রাচ্যে এই নতুন উত্তেজনা ইতিমধ্যেই কূটনৈতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।