ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

শেষের পাতা

পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫৬৭

স্টাফ রিপোর্টার
১৪ জুন ২০২৫, শনিবার
mzamin

সারা দেশে ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত) অভিযান চালিয়ে ১ হাজার ৫৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল পুলিশ সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়। সদর দপ্তরের বার্তায় আরও বলা হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার আসামি আছেন ১ হাজার ১২৩ জন। এ ছাড়া, অন্যান্য অপরাধের অভিযোগে ৪৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সারা দেশে চালানো এ অভিযানে ১টি পিস্তল, ১টি দেশে তৈরি এলজি, ১টি ওয়ান শুটার গান, ১টি বার্মিজ চাকু, ১৩টি গুলি ও ২টি গুলির খোসা উদ্ধার করার তথ্য পুলিশ সদর দপ্তরের বার্তায় জানানো হয়।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এর আগে চলতি মাসের শুরু থেকে ১২ই জুন পর্যন্ত অভিযান চালিয়ে সারা দেশে ১১ হাজার ৩৯৫ জনকে গ্রেপ্তার করা হয়। যার মধ্যে ১লা জুন ১ হাজার ১৯০ জন, ২রা জুন ১ হাজার ১৪৩, ৩রা জুন ১ হাজার ২৩২, ৪ঠা জুন ১ হাজার ৫৫০, ৫ই জুন ১ হাজার ৫৫১, ৬ই জুন ১ হাজার ৩৬৭, ৭ই জুন ৯৬৪, ১১ই জুন ১ হাজার ১৮০ ও ১২ই জুন ১ হাজার ২১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status