ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

শেষের পাতা

রাজধানীতে ফিরছে মানুষ, মেট্রোস্টেশনে জনস্রোত

স্টাফ রিপোর্টার
১৪ জুন ২০২৫, শনিবার
mzamin

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উদ্‌যাপন শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষজন। রেলস্টেশন থেকে শুরু করে বাস টার্মিনাল, লঞ্চ ঘাটগুলো দিয়ে পালাক্রমে মানুষ ঢাকায় প্রবেশ করছে। বড় ধরনের ভোগান্তির চিত্র দেখা যায়নি কোথাও। তবে মেট্রোরেলের স্টেশনে দেখা গেছে প্রচণ্ড ভিড়। টার্মিনালগুলোতে ঢাকায় আসছেন, আবার ঢাকা ছাড়ছেন এমন যাত্রীর সংখ্যাও কম নয়।  ঢাকার প্রবেশমুখগুলো দিয়ে রাজধানীতে বাসে প্রবেশ ও প্রস্থান- দুইদিকেই যাত্রীর সংখ্যা প্রায় সমান ছিল। বাস কাউন্টারে গিয়ে দেখা যায়, যাত্রীদের তেমন ভিড় নেই। কাউন্টার কর্তৃপক্ষও বলছেন, অনেকে এখনও ঢাকার বাইরে যাচ্ছেন, আবার ফিরেও আসছেন অনেকে। কমলাপুর রেলস্টেশন দিয়ে ঢাকায় প্রবেশ করছিলেন শতশত মানুষ। কোনোরকম শিডিউল বিপর্যয়ের খবর পাওয়া যায়নি।   


শুক্রবার কমলাপুর সরজমিন কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, ঢাকা ত্যাগ করার জন্য যাত্রীরা স্টেশনের বিভিন্ন জায়গায় অবস্থান করছিলেন। প্লাটফর্মগুলোতে ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের ভিড় দেখা গেছে কিছুটা। ট্রেন প্লাটফর্মে আসলে ঢাকামুখী যাত্রীদের ভিড় চোখে পড়ে। ঢাকা ফেরত যাত্রীরা স্টেশন ত্যাগ করলে পুনরায় স্টেশনে জনাকীর্ণতা কিছুটা কমে যায়। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার ঈদ যাত্রায় ও ভোগান্তি পোহাতে হয়নি তাদের। অনলাইনে টিকেট কাটতে হয় বিধায় টিকেট কাটার জন্যও বাড়তি ভোগান্তি পোহাতে হয়নি  যাত্রীদের। সন্তান ও স্ত্রীসহ চট্টগ্রামে থাকেন মোহাম্মদ ফারুক আলম। তিনি বলেন, চট্টগ্রামে কাজ করি শরীয়তপুর থেকে ঈদ করে চট্টগ্রাম যাচ্ছি। এবারের ঈদ ভালোই কেটেছে। ট্রেনের টিকেট অনলাইনে কেটেছি, যাওয়া এবং আসা কোনোটাতেই সমস্যা হয়নি। সময়মতো ট্রেনও ছেড়েছে।  সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রী নুরুল আমিন বলেন, আমার টিকিট কাটতে কোন ঝামেলা হয়নি। ট্রেনযাত্রাও অবশ্যই ভালো ছিল।

  
শুক্রবার সদরঘাট লঞ্চ টার্মিনালেও ঢাকামুখী মানুষের কিছুটা ভিড় দেখা গেছে। তবে, পদ্মা সেতু পরবর্তী সময়ে পাল্টে গেছে সদরঘাটের চিত্র। ঈদের আগে সেভাবে এখন দেখা মেলে না আগের মতো  মানুষের ভিড়। ঈদ পরবর্তী সময়ও নেই ঢাকামুখী মানুষের চাপ। কারণ অধিকাংশ মানুষ এখন পদ্মা সেতু হয়ে বরিশাল, পটুয়াখালী, শরীয়তপুরসহ যেসব জেলায় আগে নৌ-পথে যাতায়াত করতো এখন সড়ক পথে সেসব পথ পাড়ি দিচ্ছেন। তবে, চাঁদপুর, ভোলাসহ কয়েকটি জেলার নিয়মিত যাত্রী এখনো লঞ্চ যাত্রার উপর ভরসা করেন। শুক্রবার সদরঘাট লঞ্চ টার্মিনাল হয়ে ঢাকা-চাঁদপুর, ঢাকা-পটুয়াখালী রুটের যাত্রীরা সদর ঘাট হয়ে ঢাকায় প্রবেশ করতে দেখা গেছে। তবে, তীব্র ভিড় দেখা যায়নি। যাত্রীরাও বলছেন স্বস্তিতে ফিরতে পেরেছেন। বরিশাল থেকে সদরঘাটে আসা যাত্রী আল ফারুক আহমেদ বলেন, পরিবারসহ নদীপথে যাত্রা আরামদায়ক। আয়েশি কায়দায় লঞ্চে আসা যায়। এজন্য নৌপথেই এসেছি। সদরঘাটে ব্যবস্থাপনা এখন বেশ ভালো। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সচিব সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, এবার লঞ্চে যাত্রী কম। তীব্র গরমে অনেকে এসি গাড়িতেই যাতায়াত করছেন। 

ছুটির দিনে মেট্রোতে ভিড়: গতকাল ঈদের সরকারি ছুটি এবং শুক্রবার। তবুও কানায় কানায় ভর্তি ছিল মেট্রোরেল স্টেশন। মতিঝিল মেট্রোরেল স্টেশনে শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে যাত্রীদের তীব্র ভিড় দেখা গেছে। তবে, মতিঝিল স্টেশন থেকে সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ ও কাওরানবাজার মেট্রো স্টেশনগুলোতে নিয়মিত ভিড় দেখা গেছে। সরজমিন মতিঝিল স্টেশন ঘুরে দেখা যায়, টিকেট কাউন্টারের সামনের খোলা জায়গায় যাত্রীতে কানায় কানায় পূর্ণ হয়ে ছিল। টিকেট বিক্রির মেশিন বরাবর তিনটা লাইন ও ম্যানুয়াল টিকেট বিক্রির একটি লাইনে অগণিত মানুষ অপেক্ষা করছিলেন টিকেটের জন্য।  তাছাড়া লাইনের বাইরে ছড়িয়ে ছিটিয়ে সর্বত্র অপেক্ষা করছিলেন যাত্রীরা। সরজমিন দেখা চিত্র বলছে, স্টেশনে যাত্রীদের মধ্যে এখন পরিবার-পরিজন নিয়ে একসঙ্গে মেট্রোরেলে চড়তে আসা যাত্রীর সংখ্যাই বেশি। টিকেট কিনতে এক বা দু’জন লাইনে দাঁড়ালেও আশেপাশে অপেক্ষা করছেন পরিবারের অন্য সদস্যরা। স্টেশনে আসা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে,  যাত্রীদের বেশির ভাগই  ছুটির দিন বিধায় পরিবার নিয়ে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে যাচ্ছেন এবং মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিকটে কমলাপুর রেলস্টেশন ও সায়েদাবাদ বাস টার্মিনাল থাকায়  ঢাকামুখী যাত্রীরা নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য  রেলস্টেশন ও বাস টার্মিনালের কাছে মেট্রোরেল স্টেশনকেই বেছে নিয়েছেন।  কিছুসংখ্যক যাত্রী আছেন অফিস-ফেরত। বিশেষ করে মতিঝিল এলাকায় বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজ করেন এমন যাত্রীরাও ভিড় করেছেন স্টেশনে। জাকির নামের একজন যাত্রী বলেন,  ফরিদপুর থেকে ঈদ শেষ করে এলাম। এখন গন্তব্য মিরপুরে যাবো। আর আজকে ভিড় হওয়ার বড় কারণ হলো, যারা ঢাকা ছেড়েছেন তাদের অনেকেই এখন ঢাকায় ঢুকছেন। এবং যাতায়াতের জন্য মেট্রোরেলকে বেছে নিয়েছেন।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status