ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

শেষের পাতা

সীমান্তে ২৪ ঘণ্টায় ৪৪ জনকে পুশইন

বাংলারজমিন ডেস্ক
১৪ জুন ২০২৫, শনিবার
mzamin

গত ২৪ ঘণ্টায় ৪৪ জনকে পুশইন করেছে ভারত। এর মধ্যে বিরামপুর সীমান্ত দিয়ে ১৫ জন, ধোবাউড়া সীমান্ত দিয়ে ৯ জন, পঞ্চগড় সীমান্ত দিয়ে ৭ জন ও বড়লেখা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করেছে বিএসএফ। বিরামপুর সীমান্ত দিয়ে ১৫ জন
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ৯ শিশুসহ ১৫ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্তের ২৮৫ মেইন পিলার এলাকা দিয়ে তাদের ঠেলে দেয়া হয়। এদের মধ্যে ৯ জন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এবিএম জাহিদুল করিম। শুক্রবার সকালে তাদের বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান অচিন্তপুর সীমান্ত ফাঁড়ির ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম। তিনি জানান, গভীর রাত আড়াইটার দিকে সীমান্ত ২৮৫ মেইন পিলার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা তাদের নিয়ন্ত্রণাধীন বিদ্যুতের আলো বন্ধ করে দেন। বিজিবি সদস্যরা সেখানে ওত পেতে অবস্থান করে। পরে অন্ধকারে মধ্যে ভারত থেকে ১৫ জন ব্যক্তিকে আসতে দেখেন তারা। তাদের আটক করে বিজিবি হেফাজতে রাখা হয়। 

ধোবাউড়া সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইন বিএসএফের
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ও ধোবাউড়া প্রতিনিধি জানান, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কড়ইগড়া সীমান্ত দিয়ে দুই শিশুসহ ৯ জনকে পুশইন করেছে বিএসএফ। বৃহস্পতিবার রাতে উপজেলার মুন্সীপাড়া বিওপি’র কড়ইগড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, তাদের মধ্যে ৮ জনের বাড়ি বাগেরহাট এবং একজনের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায়। তারা সবাই গত ৮ বছর ধরে ভারতের চেন্নাইয়ের বিভিন্ন স্থানে কাজ করতেন।
নেত্রকোনা-৩১ ব্যাটালিয়নের সিইও মো. কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার সকালে ভারতের মেঘালয়ের শিবগঞ্জ পুলিশ তাদের আটক করে। পরে রাতের অন্ধকারে ১১৩৯ মেইন পিলার ৮/এস ৯-এর কড়ইগড়া সীমান্ত দিয়ে পুশইন করা হয়। খবর পেয়ে বিজিবি’র সদস্যরা তাদের আটক করে।

পঞ্চগড় সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন 
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে গতকাল ভোরে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের গোলাবাড়ী সীমান্তের মেইন পিলার ৭৪৩ এর ১ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে ৭ জনকে পুশইন করেছে বিএসএফ-৪৬ ব্যাটালিয়নের বালাচান ক্যাম্পের সদস্যরা। এদের মধ্যে তিনজন নারী, দু’জন পুরুষ ও দুইজন শিশু। সকালে তাদের বাংলাদেশের অভ্যন্তরে গোলাবাড়ী এলাকায় ঘোরাফেরা করলে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অমরখানা বিওপি’র টহলদল তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সকলেই বাংলাদেশি এবং তারা নড়াইল ও যশোর এলাকার বাসিন্দা। পরে আটককৃতদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়। 

বড়লেখা দিয়ে ১৩ জনকে পুশইন 
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১৩ জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার ভোরে বিজিবি’র নিউ পাল্লাথল বিওপি’র টহল দল তাদের আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। এর আগে গত ২৪শে মে রাতে বিএসএফ বড়লেখার পাল্লাথল সীমান্ত দিয়ে ১২১ জনকে পুশইন করেছিল। পরে বিজিবি তাদের আটক করে পরিচয় শনাক্তের পর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ তাদের স্বজনদের জিম্মায় ছেড়ে দেয়। বিজিবি’র কড়া নজরদারির পরও বড়লেখা সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন অব্যাহত রয়েছে। এতে সীমান্তবর্তী এলাকাগুলোর বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status