দেশ বিদেশ
জাতীয় নির্বাচনে ইসিকে সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
স্টাফ রিপোর্টার
১৬ জুন ২০২৫, সোমবারজাতীয় নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সেই তারিখে নির্বাচন অনুষ্ঠানের জন্য সহায়তা করতে প্রস্তুত। পুলিশ কাঙ্ক্ষিত পর্যায়ে সক্রিয় হয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি মনে করেন যে সক্রিয় থাকার অর্থ পুলিশ সবসময় মানুষকে মারধর করবে যেমনটা গত ১৫ বছরে ঘটতে দেখেছি, তাহলে আমরা সেই পুলিশ বাহিনী চাই না। আমরা একটি মানবিক পুলিশ বাহিনী চাই। তিনি আরও বলেন, এখন পুলিশ হলো মানবিক পুলিশ। পুলিশ ভালো ব্যবহার করছে, এজন্য মানুষ ভাবছে পুলিশ সক্রিয় না, তারা এখন আগের তুলনায় অনেক বেশি সক্রিয়।