শেষের পাতা
বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু আর নেই
স্টাফ রিপোর্টার
১৬ জুন ২০২৫, সোমবার
বীর মুক্তিযোদ্ধা গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ইন্তেকাল করছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। রোববার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
মরহুমের প্রথম নামাজে জানাজা গতকাল বাদ এ’শা বায়তুল মামুর জামে মসজিদ ঢাল কাঁটাবনে অনুষ্ঠিত হয়। আজ সকাল সাড়ে ৯টায় কেরানীগঞ্জ নেকরোজবাগ মাঠে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ২ থেকে ৩টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে মোস্তফা মোহসীন মন্টুর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবস্থানে তাকে সমাহিত করা হবে।
মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। কামাল হোসেন বলেন, মোস্তফা মোহসীন মন্টু একজন দেশপ্রেমিক, গণতন্ত্রমনা, আজীবন সংগ্রামী ও গণমানুষের নেতা ছিলেন। তিনি আজীবন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করেছেন। তার মৃত্যুতে দেশবাসী একজন বরেণ্য দেশপ্রেমিক নেতাকে হারালো।
ওদিকে মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব। এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, গণফোরামের সভাপতি হিসেবেই তার পরিচয় নয়। তার মূল পরিচয় হচ্ছে, তিনি সত্যিকার অর্থেই একজন মুক্তিযোদ্ধা, কিংবদন্তি মুক্তিযোদ্ধা। ’৭০-এর দশক ধরে তিনি স্বাধীনতার সংগ্রাম করেছেন। পরবর্তীকালে স্বাধীনতাযুদ্ধ করেছেন। প্রত্যক্ষভাবে যুদ্ধ করেছেন। পরবর্তীকালে নীতির সঙ্গে মিল না হওয়ার কারণে আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসেছেন। তারপরে আর কম্পোমাইজ করেননি। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি নীতির সঙ্গে কোনো আপস করেননি। আমরা একজন বিশিষ্ট দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে হারালাম। এ ছাড়া মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে গণসংহতি আন্দোলন এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)সহ বিভিন্ন রাজনৈতিক দল শোক প্রকাশ করেছে।
মোস্তফা মোহসীন মন্টু একাত্তরে মুক্তিযুদ্ধে ঢাকা জেলা গেরিলা বাহিনীর প্রধান ছিলেন। তিনি আওয়ামী যুবলীগের চেয়ারম্যান, আওয়ামী লীগের ঢাকা জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ’৬৯-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। এ ছাড়া তিনি গণফোরাম প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন।
পাঠকের মতামত
May Allah swt place his departed soul in highest Zannah .