দেশ বিদেশ
৪৫ দিন পেছালো এফবিসিসিআই পরিচালনা পর্ষদ নির্বাচন
অর্থনৈতিক রিপোর্টার
৪ জুলাই ২০২৫, শুক্রবারদেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদ নির্বাচনের (২০২৫-২৬ ও ২০২৬-২৭) সময় আরও ৪৫ দিন বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ওই সময়সীমা অনুসারে শিগগিরই নির্বাচন আয়োজনের পুনঃতফসিল ঘোষণা করবে এফবিসিসিআই নির্বাচন বোর্ড।
গত বুধবার এফবিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গত ১৮ই জুন এফবিসিসিআই পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে এফবিসিসিআই নির্বাচন বোর্ড। তখন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল ৭ই সেপ্টেম্বর। এফবিসিসিআই পরিচালনা পর্ষদ নির্বাচন হবে ২০২৫ সালের নতুন বিধিমালা অনুযায়ী, তাতে পরিচালনা পর্ষদের আকার ৮০ থেকে কমে ৪৬ জনে আসবে। এই ৪৬ সদস্যের মধ্যে থাকবেন একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি ও দু’জন সহ-সভাপতি, যারা পরে নির্বাচিত পরিচালকদের ভোটে নির্বাচিত হবেন। গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমও পদত্যাগ করেন।
গত বছরের ১১ই সেপ্টেম্বর সংগঠনটির পর্ষদ ভেঙে দিয়ে পরবর্তী কার্যক্রম পরিচালনা ও নির্বাচনের আগে পর্যন্ত দায়িত্ব পালনের জন্য প্রশাসক বসায় সরকার।