ঢাকা, ৫ জুলাই ২০২৫, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৮ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

ভারতের হিমাচলে ভয়াবহ বন্যা, নিহত ৬৩

মানবজমিন ডেস্ক

(৮ ঘন্টা আগে) ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ৪:৩৪ অপরাহ্ন

mzamin

ভারতের হিমাচল প্রদেশে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছেন। এখনও ঝুঁকিতে রয়েছে প্রদেশটি। আগামী ৭ জুলাই পর্যন্ত রাজ্যের সব জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানডি জেলা। এছাড়া বন্যায় ৪০০ কোটি রুপির ক্ষতি হয়েছে। সরকারের তরফে বলা হয়েছে, ত্রাণ সেবা ও উদ্ধার অভিযান অব্যাহত আছে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও রাজস্ব বিভাগের বিশেষ সচিব ডিসি রানা বলেছেন, ৪০০ কোটি রুপি মূল্যের সম্পদের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে প্রকৃত ক্ষতির পরিমাণ এর চেয়ে বেশি। ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ধারণে সময় লাগবে। এদিকে বন্যাকবলিত মানুষদেরকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু হিমাচল নয়, গুজরাট ও রাজস্থানের বন্যা কবলিতদেরও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ২০ জুন হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টি শুরু হয়। প্রতি বছরের মতো এবারও তা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শুধুমাত্র মান্ডি জেলাতেই প্রাণ হারিয়েছেন ১৭ জন। এর মধ্যে ১৩ জন কাঙ্গরার। চাম্বাতে নিহত হয়েছেন ছয়জন এবং শিমলাতে একজন। মানডির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হলো, থুনাগ ও বাগসায়েদ। মানডিতে নিখোঁজ আছেন কমপক্ষে ৪০ জন। বিলাসপুর, হামিরপুর, কুল্লু, সিরমাউর, সোলান ও উনা জেলাতেও মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যজুড়ে ৫০০ টি সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া ৫০০ টি ট্রান্সফরমার অকার্যকর হয়ে আছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। অনলাইনে ভয়াবহ বন্যার ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, নদীর পানি গ্রামে ঢুকে পড়েছে এবং ঘরবাড়ি বন্যার পানিতে ভেসে যাচ্ছে। অন্য একটি ভিডিওতে দেখা গেছে, শহর ও গ্রামগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। 
সূত্র: এনডিটিভি 

পাঠকের মতামত

Is there anybody in earth to stop the rain n devastation..please save us.

Anwarul Azam
৪ জুলাই ২০২৫, শুক্রবার, ৫:৪৮ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status