বিশ্বজমিন
কোন পথে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
মানবজমিন ডেস্ক
৫ জুলাই ২০২৫, শনিবার
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে হতাশ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের তিনি বলেছেন, পুতিন ইউক্রেনে যুদ্ধ বন্ধ করবেন বলে মনে হয় না তার। এমন পরিস্থিতিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা সঠিক পথে নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে যুক্তরাষ্ট্রের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। এ লক্ষ্যে পুতিনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি। শুক্রবার এই দুই নেতার মধ্যে ফোনালাপ হওয়ার কথা রয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, বৃহস্পতিবার ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে তার ফোনালাপ হয়েছে। তবে যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। এ সময় রাশিয়ার আক্রমণ বন্ধের জন্য কোনো চুক্তি হয়েছে কিনা এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কোনো অগ্রগতি হয়নি। তিনি আরও বলেছেন, চলমান যুদ্ধ নিয়ে তিনি খুশি নন। যুদ্ধ বন্ধে মার্কিন প্রচেষ্টায় কোনো অগ্রগতি না আসায় মস্কো ও কিয়েভের প্রতি হতাশ হয়েছেন ট্রাম্প। পুতিনের সহযোগী ইউরি উশাকভ দেশটির প্রেসিডেন্টের কথা পুনরাবৃত্তি করে বলেন, রাশিয়া তার নির্ধারিত লক্ষ্য অর্জন করবে। উল্লেখ্য, রাশিয়ার হামলায় ইউক্রেনে লাখ লাখ মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বিশাল এলাকা নিয়ন্ত্রণ করছে রাশিয়া। এরপরও পুতিন ট্রাম্পকে বলেছেন, মস্কো আলোচনায় অংশ নেয়া অব্যাহত রাখবে। পুতিন বলেছেন, আমরা রাজনৈতিক আলোচনার মাধ্যমে সংঘাতের সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মতি জানাতে অস্বীকৃতি জানিয়েছে মস্কো। কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে আগ্রাসন অব্যাহত রেখে সমস্যা সমাধানের প্রক্রিয়া দীর্ঘায়িত করার অভিযোগ করেছে। এদিকে ক্রেমলিন জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যে সকল সমস্যা কূটনৈতিকভাবে সমাধানের বিষয়ে ট্রাম্পকে জোর দিতে বলেছেন পুতিন। রয়টার্স জানিয়েছে, এখনো কিয়েভকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে মস্কো। রাশিয়ার সর্বশেষ হামলায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। জেলেনস্কি আগের দিন ডেনমার্কে সাংবাদিকদের বলেছেন, শুক্রবার ট্রাম্পের সঙ্গে চলতি সপ্তাহে অস্ত্র চালানের স্থগিতাদেশ সম্পর্কে কথা বলবেন বলে আশা করছেন তিনি। ওয়াশিংটন থেকে আইওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা অস্ত্র সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ করিনি। তবে ইউক্রেনকে অতিমাত্রায় অস্ত্র সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া সমালোচনা করেছেন ট্রাম্প। বলেছেন, এটি মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেয়ার ঝুঁকি তৈরি করেছে।