বিশ্বজমিন
দালাই লামার উত্তরসূরি নিয়ে ভারত-চীনের বিপরীতমুখী অবস্থান
মানবজমিন ডেস্ক
(৭ ঘন্টা আগে) ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ৫:৪৮ অপরাহ্ন

পরবর্তী উত্তরসূরি নির্ধারণের অধিকার একমাত্র দালাই লামা ও প্রতিষ্ঠিত সংস্থার রয়েছে বলে জানিয়েছেন ভারতের সংসদীয় ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তার এ মন্তব্য চীনের দীর্ঘদিনের অবস্থানের সম্পূর্ণ বিপরীত। তিব্বতী বৌদ্ধ ধর্মগুরু দালাই লামার উত্তরসূরি নির্ধারণকে সামনে রেখে ভারতের এমন অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ১৯৫৯ সালে চীনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর ভারতে আশ্রয় নেওয়া দালাই লামা সম্প্রতি বলেছেন, মৃত্যুর পর আধ্যাত্মিক নেতা হিসেবে পুনরায় জন্ম নেবেন তিনি এবং তার উত্তরসূরি নির্ধারণের একমাত্র কর্তৃত্ব থাকবে গ্যাডেন ফোড্রাং ট্রাস্ট-এর হাতে। এর আগে তিনি জানিয়েছেন, তার পুনর্জন্ম চীনের বাইরে হবে। অন্যদিকে, চীন দাবি করে আসছে, দালাই লামার উত্তরসূরি নির্ধারণে তাদের অনুমোদনের অধিকার রয়েছে। যা তারা সাম্রাজ্য আমলের ঐতিহ্য হিসেবে বিবেচনা করছে। ভারতের সংসদীয় ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু একজন বৌদ্ধ ধর্মাবলম্বী। বৃহস্পতিবার তিনি বলেন, দালাই লামার উত্তরসূরি নির্ধারণে হস্তক্ষেপ করার অধিকার কারো নেই। শুধুমাত্র তিনি বা তার প্রতিষ্ঠানই এ সিদ্ধান্ত নিতে পারেন। তার অনুসারীরা এ বিষয়ে গভীরভাবে বিশ্বাসী, এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শিষ্যদের জন্য এ সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মন্তব্য তিনি করেছেন ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালা সফরের আগে, যেখানে রোববার পালিত হবে দালাই লামার ৯০তম জন্মদিন। এই অনুষ্ঠানে রিজিজুর সঙ্গে আরও কয়েকজন ভারতীয় কর্মকর্তাও অংশ নেবেন। এখনও দালাই লামার উত্তরাধিকার পরিকল্পনা সম্পর্কে কোনো মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রসঙ্গত, ভারতে তিব্বতী বৌদ্ধদের হাজার হাজার অনুসারী রয়েছে। তারা সেখানে স্বাধীনভাবে পড়াশোনা ও কাজ করছে। এছাড়া অনেক ভারতীয় দালাই লামাকে শ্রদ্ধা করেন। বিশেষজ্ঞদের মতে ভারতে দালাই লামার উপস্থিতি বেইজিংয়ের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কের ক্ষেত্রে একটি কৌশলগত অবস্থান তৈরি করেছে।