বিশ্বজমিন
একদিনে আরও শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
মানবজমিন ডেস্ক
(৭ ঘন্টা আগে) ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২২ অপরাহ্ন

একদিনে আরও শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। এর মধ্যে ত্রাণকেন্দ্রের বাইরে অপেক্ষমান ছিলেন কমপক্ষে ৫১ জন। এছাড়া খান ইউনিসের আল-মাওয়াইসি এলাকায় একটি তাঁবুতে বিমান হামলা চালিয়ছে দখলদাররা। এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৫ ফিলিস্তিনি। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, তারা প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অন্য ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে পরামর্শ করছে। টেলিগ্রামে দেয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, ইসরাইলি সামরিক অভিযান বন্ধ করতে এবং গাজায় মানবিক সাহায্য সরবরাহ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। আরও জানিয়েছে, পরামর্শ শেষে মধ্যস্থতাকারীদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে এবং আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা দেয়া হবে। অন্যদিকে ইসরাইলি বিমান হামলায় আহত ফুটবলার মুহান্ন্াদ আল-লেলে বৃহস্পতিবার সকালে মারা গেছেন। তিনি খাদামাত আল-মাঘাজি ক্লাবের হয়ে খেলতেন। মুহান্নাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে প্যালেস্টেনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে নিহত ফিলিস্তিনি খেলোয়াড়দের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৫ জনে। এর মধ্যে ২৬৫ জন ফুটবলার। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, লেলে মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। কয়েকদিনের চিকিৎসার পর বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যুবরণ করেছেন।
সূত্র: জিও নিউজ