বিশ্বজমিন
ভারতের উত্তরপ্রদেশে ভবন ধসে শিশুসহ একই পরিবারের ৯ জনের মৃত্যু
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:১২ অপরাহ্ন
ভারতের উত্তরপ্রদেশের মিরাটে একটি তিনতলা বাড়ি ধসে এক পরিবারের অন্তত নয় সদস্য নিহত হয়েছেন। এখনও ধ্বংসস্তূপের নিচে চারজন আটকা পড়া আছে বলে আশঙ্কা করছে উদ্ধারকারী দল। শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, ফায়ার ব্রিগেড এবং পুলিশের একটি দল উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে এনডিটিভি। এতে বলা হয়, কর্মকর্তারা জানিয়েছেন ভবনের মালিক সেখানে একটি ডেইরি ফার্ম চালাতেন এবং দুই ডজনেরও বেশি মহিষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে। ভবনটিতে প্রাথমিকভাবে ১৫ জন আটকা পড়েছিল, যাদের মধ্যে ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের নয়জন মারা যায়। নিহতরা হলেন- সাজিদ (৪০), তার মেয়ে সানিয়া (১৫), ছেলে সাকিব (১১), সিমরা (দেড় বছর), রিজা (৭), নাফো (৬৩), ফারহানা (২০), আলিসা। (১৮) এবং আলিয়া (৬)। মিরাট জোনের অতিরিক্ত মহাপরিচালক ডি কে ঠাকুর, বিভাগীয় কমিশনার সেলভা কুমারী জে, পুলিশের মহাপরিদর্শক নচিকেতা ঝা এবং সিনিয়র পুলিশ সুপার ভিপিন টাডা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করতে ঘটনাস্থলে পৌঁছেছেন। এলাকার গলি সরু হওয়ায় জেসিবি মেশিন উদ্ধার অভিযানে সহায়তা করতে পারেনি।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
ءانا لله و ءانا اليه راجعون. পরিবারটি মুসলিম। তাদের এই জীর্ণ ভবনে তাই বসবাস করতে হত, কারণ তাদের দুরবস্থা । ভারতের মুসলিম সম্প্রদায়ের অবস্থা খুব ভাল নেই। বৈষম্যের শিকার।