খেলা
ইনিংস আর ২৭৩ রানের লজ্জার হার বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
(৫ মাস আগে) ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৩৩ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ২৭৩ রানে হারলো বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৫৭ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে করতে পারে সর্বসাকুল্যে ১৪৩ রান।
৪৭ রানে ৫ উইকেট নেই!
৪৭ রানে ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ব্যাটারদের অবস্থা দেখে মনে হচ্ছে ইনিংস ব্যবধানে আর এখন কেবল সময়ের অপেক্ষা।
২৯ রানে নেই ৩ উইকেট, ইনিংস ব্যবধানে হারবে বাংলাদেশ?
৪১৬ রানে পিছিয়ে থেকে ফলোঅনে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ। ব্যাটাররা এই ইনিংসেও আসা যাওয়ার মিছিলে যোগ দিয়েছেন, ২৯ রানে নেই ৩ উইকেট। ইনিংস ব্যবধানে হার এড়াতে এখনও প্রয়োজন ৩৮৭ রান।
সাদমানের ব্যর্থতার গল্প চলছেই
সাদমান ইসলাম অনিকের ব্যর্থতার মিছিল চলছেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবার দ্বিতীয় ইনিংসে তিনি আউট হলেন সবার আগে। ১৫ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ এখনও পিছিয়ে ৪০১ রানে।
ফলোঅনে বাংলাদেশ, এবার ইনিংস ব্যবধানে হার এড়ানোর চ্যালেঞ্জ
বাংলাদেশকে ফলোঅন করিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৪১৬ রানে পিছিয়ে থেকে আবার ব্যাটিংয়ে নামবে স্বাগতিকরা। এই রান করতে না পারলে জুটবে ইনিংস ব্যবধানে হারের তকমা।
১৫৯ রানে শেষ বাংলাদেশ, ফলোঅন করাবে আফ্রিকা?
দক্ষিণ আফ্রিকার ৫৭৭ রানের জবাবে ১৫৯ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। মুমিনুল হক করেছেন ৮২। এখন স্বাগতিকদের ফলোঅন করাবে কিনা আফ্রিকা, সেটাই দেখার বিষয়।
মুমিনুলের লড়াই, লাঞ্চে বাংলাদেশ
সকালে ১০ রানের মধ্যে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এতে ৪৮ রানে হয়ে যায় ৮ উইকেট। এরপর তাইজুল ইসলামকে নিয়ে লড়াই শুরু করেন মুমিনুল হক। দুজনে মিলে ৮৯ রানের জুটি গড়ে লাঞ্চে গেলেন। ৭৪ রানে মুমিনুল আর ১৬ রানে অপরাজিত তাইজুল।
৪৮ রানে ৮ উইকেট নেই বাংলাদেশের
চট্টগ্রাম টেস্টে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ৫৭৭ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ৪৮ রানেই ৭ উইকেট হারিয়েছে তারা।
পাঠকের মতামত
এতো এতো অ্যালসেশিয়ান দিয়ে আমরা কি করব???
আগে তো যেকোনো কিছু হলে পাপন আর সাকিবকে ট্রল করে একটু সান্ত্বনা পাওয়া যেতো এখন যে কি করবো বুঝে আসে না
We are tiger........