খেলা
গার্সিয়ার প্রশংসা রিয়াল বসের দিলেন এমবাপ্পের ‘আগমনী বার্তা’
স্পোর্টস ডেস্ক
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
দুই ইউরোপিয়ান জায়ান্টের মধ্যকার লড়াই হলো দুর্দান্ত। তবে মঙ্গলবার শেষ হাসি হেসেছে রিয়াল মাদ্রিদই। জুভেন্টাসের বিপক্ষে বিরতির পর একমাত্র জয়সূচক গোলটি করেছেন ‘নতুন রাউল’ খ্যাত গনসালো গার্সিয়া তোরেস। শেষ ষোলোর আরেক ম্যাচে মেক্সিকান ক্লাব মন্তেরেইকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে বরুশিয়া ডর্টমুন্ডও। কোয়ার্টার ফাইনাল আগামী শনিবার রাত ২টায় মুখোমুখি হবে রিয়াল ও ডর্টমুন্ড। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে এদিনের জয়ে ইতালিয়ান জায়ান্ট ক্লাবটির বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুন্ন রাখলো রিয়াল। এই নিয়ে সাকুল্যে চারবার নিরপেক্ষ ভেন্যুতে একে অপরের মুখোমুখি হয় ইউরোপের এই দুই বাঘা ক্লাব। ১৯৬২তে প্যারিসে, ১৯৯৮তে আমস্টারডাম ও ২০১৭তে কার্ডিফ চ্যাম্পিয়নস লীগ ফাইনালে আর এবার মায়ামিতে। সবগুলো ম্যাচেই জয়ের ধারা বজায় রেখেছে অল হোয়াইটরা। টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে জ্বরের কারণে খেলতে না পারা রিয়ালের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এদিনই প্রথমবার নামেন বদলি হিসেবে। পুরো ম্যাচে ৫৮ শতাংশ বল পজিশন ধরে রাখা রিয়াল গোলের দিকে ২১টি শটের মধ্যে লক্ষ্যে রাখে ১১টি। জুভের ৬টির মধ্যে লক্ষ্যে থাকে ২টি শট। রিয়ালের গোলের সংখ্যা আরও বাড়তে পারত। তবে ওল্ড লেডিদের গোলকিপার মিকেলে দি গ্রেগোরিওর ১০টি সেভের কারণে স্কোরলাইন আর বড় হয়নি। বিরতির আগ পর্যন্ত বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল পায়নি কেউ। বিরতির পর মাঠে ফিরে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি শাবি আলোনসোর ছেলেদের। ৫৪তম মিনিটে লস ব্লাঙ্কোসদের নতুন মুখ ট্রেন্ট আলক্সান্ডার-আর্নল্ডের ক্রসে অনেকটা লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন গার্সিয়া। চলতি আসরে তিনবার জাল খুঁজে নিলেন এই স্প্যানিশ তরুণ। এবারের ক্লাব বিশ্বকাপে নিজের দলের সবগুলো ম্যাচে গোলে সরাসরি অবদান রাখা একমাত্র খেলোয়াড় গার্সিয়াই। তিন গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন তিনি। ৬৮তম মিনিটে গার্সিয়ার বদলি হিসেবে মাঠে আসেন এমবাপ্পে। তুমুল করতালিতে তাকে স্বাগত জানায় দর্শকরা। যদিও অসুস্থতার থেকে ফেরার কারণেই হয়তো তিনি ছন্দে ছিলেন না। শেষ পর্যন্ত ১-০ গোলেই কোয়ার্টারের টিকিট কাটে রিয়াল। ম্যাচের পর ২১ বছর বয়সী গার্সিয়ার প্রশংসায় রিয়াল বস শাবি বলেন, ‘তার ও দলের জন্য আমি খুবই খুশি। আমি চাইব সে এভাবেই ছুটতে থাকে। গোল করে এবং অনেকভাবে অবদান রেখে সে খুবই ভালো খেলেছে। সুযোগগুলোকে সে পুরোপুরিভাবে কাজে লাগাচ্ছে।’ এমবাপ্পের খবর দিয়ে এই স্প্যানিশ কোচ বলেন, ‘সে প্রতিদিনই সুস্থ হয়ে উঠছে। তার অবস্থা বুঝতে পারার জন্য প্রতিদিনই আমি (তার সঙ্গে) কথা বলি। আমাদের হাতে আরও তিন দিন সময় আছে। কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে সে আরও ভালো অবস্থায়ু থাকবে।’
টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনাল শেষ ম্যাচে গতকাল ২-১ গোলে জয় তুলে নেয় বরুশিয়া ডর্টমুন্ড। মন্তেরেইর বিপক্ষে জার্মান জায়ান্টদের হয়ে দু’টি গোলই করেন শেরু গিরাসি। ম্যাচের যোগ করা সময়ে সার্জিও রামোসের হেড গোলপোস্ট ছুঁয়ে না বের হয়ে গেলে ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারত। আগামী ৫ই জুলাই রাত ২টায় কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ডর্টমুন্ড।