খেলা
দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুল তারকা দিয়োগো জোটা
স্পোর্টস ডেস্ক
(১০ ঘন্টা আগে) ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

স্পেনের জামোরায় এক গাড়ি দূর্ঘটনায় ভাইসহ মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ তারকা ফরোয়ার্ড দিয়োগো জোটা। পর্তুগিজ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভাই আন্দ্রে সিলভাকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন এই ২৮ বছর বয়সী ফুটবলার। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি এ-৫২ মহাসড়ক থেকে ছিটকে পড়ে। স্থানীয় অগ্নিনির্বাপককর্মীদের বরাত দিয়ে জোটার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বার্তা সংস্তাহ রয়টার্স।
বড়ভাই জোটার মত সিলভাও ছিলেন একজন ফুটবলার। পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলে খেলতেন তিনি। গত ২২ জুন পোর্তোয় নিজের শৈশবের প্রেমিকা রুতে কারদোসোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জোটা। তাদের দাম্পত্য জীবনে রয়েছে তিনটি সন্তানও। দুর্ঘটনার বর্ননা দিয়ে স্প্যানিশ গণমাধ্যম এএস জানিয়েছে, প্যালাসিওস দি সানবব্রিয়া শহরের কাছেই এ-৫২ মহাসড়কে ল্যাম্বরগিনিতে চড়ে ভ্রমণ করছিলেন দুই ভাই। স্থানীয় সময় রাত সাড়ে ১২টা নাগাদ অপর একটি গাড়িকে অতিক্রম করতে গেলে হঠাৎ তাদের গাড়ির টায়ার বিস্ফোরিত হয়। যার কারণে গাড়ি সড়কের বাইরে ছিটকে পড়ে ও দ্রুতই আগুন ধরে যায়। এতে প্রাণ হারান দু’জনই। দুই ভাইয়ের অকাল প্রয়াণে শোক প্রকাশ করে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিই) এক বিবৃতিতে লিখেছে, ‘পর্তুগিজ ফুটবল ফেডারেশন ও পর্তুগিজ ফুটবলের সংশ্লিষ্ট সবাই পুরোপুরি বিধ্বস্ত। প্রায় ৫০টির কাছাকাছি আন্তর্জাতিক ম্যাচ খেলা দিয়েগো জোটা অসাধারণ খেলোয়াড়ের চেয়েও ছিলেন বেশি কিছু, ছিলেন দারুণ একজন মানুষ। সতীর্থ ও প্রতিপক্ষের সম্মান পেয়েছেন। দিয়েগো ও আন্দ্রে সিলভার চলে যাওয়া পর্তুগিজ ফুটবলের অপূরণীয় ক্ষতি। তাদের লিগ্যাসির সম্মানে আমরা যা যা করার দরকার তার সবই করব।’
২০১৪তে স্বদেশি ক্লাব পাকোস দে ফেরেইরায় পেশাদার ক্যারিয়ারের হাতেখড়ি হয় জোটার। দুই বছর পর স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়ে ধারে চলে যান পোর্তোতে, পরে ধারে খেলেন ইংল্যান্ডের ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের হয়েও। ২০১৮তে ইংলিশ ক্লাবটিতে পুরোদমে যোগ দিয়ে দুই বছর পর পাড়ি জমান লিভারপুলে। এর আগে উলভসের হয়ে ২০১৭-১৮ মৌসুমে তিনি জেতেন লীগ কাপ। অলরেডদের হয়ে ২০২১-২২ মৌসুমে এফএ কাপ জেতেন জোটা, গত মৌসুমে জিতেছেন প্রিমিয়ার লীগ শিরোপাও। পর্তুগালের হয়ে ৪৯ ম্যাচে ১৪ গোল করা জোটা ২০১৯ ও চলতি বছর দুবারই জিতেছেন উয়েফা ন্যাশনস লীগ।