খেলা
যেখানে বিশ্বকাপকে ছাড়ালো ক্লাব বিশ্বকাপ
স্পোর্টস ডেস্ক
৪ জুলাই ২০২৫, শুক্রবার
ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। আগামীকাল থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে ৭ ম্যাচ বাকি থাকতেই গোলসংখ্যায় বিশ্বকাপ ফুটবলকে পেছনে ফেলেছে নতুন আঙ্গিকের এই ক্লাব বিশ্বকাপ। গ্রুপ পর্বের ৪৮ ম্যাচ আর শেষ ষোলোর ৮ ম্যাচসহ যুক্তরাষ্ট্রে আয়োজিত টুর্নামেন্টটিতে এ পর্যন্ত গোল হয়েছে ১৭৩টি। অর্থাৎ ৫৬ ম্যাচের প্রত্যেকটিতে দর্শকরা গড়ে গোল উপভোগ করেছে ৩.০৮টি। ১৯৩০-এ ফিফা বিশ্বকাপের প্রথম আসর গড়ালেও ৩২টি দল নিয়ে প্রথমবার এ আয়োজন হয় ১৯৯৮তে। এর আগে ১৩টি দলের উদ্বোধনী আসরের পরের সংস্করণে খেলে ১৬টি দল। ১৯৫৪ থেকে ১৯৭৮ বিশ্বকাপ পর্যন্ত মাঝের দু’টি আসর বাদে খেলা হয় ১৬ দলের মধ্যে। ১৯৮২ থেকে ১৯৯৪ পর্যন্ত দলসংখ্যা বেড়ে দাঁড়ায় ২৪টিতে। এরপর থেকে প্রতি বিশ্বকাপ আসরে অংশগ্রহণ করছে ৩২টি দল। তবে পূর্বঘোষণা অনুযায়ী আসন্ন ২০২৬ বিশ্বকাপ আয়োজিত হবে ৪৮টি দলে। ২০০০ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা ফিফা ক্লাব বিশ্বকাপ এবার সেজেছে নতুন সজ্জায়। এর আগে কখনও ৬ বা ৭ দল নিয়ে অনুষ্ঠিত হয়ে এসেছে এই প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন মহাদেশের ক্লাব প্রতিযোগিতায় জয়ীদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট এতদিন তেমনভাবে খুব একটা সাড়া ফেলতে পারেনি। বছরের শেষ দিকে মাসের অর্ধেক সময়ের মধ্যে শেষ হয়ে যাওয়া ক্লাব বিশ্বকাপ নিয়ে এবার মাতামাতি অনেকটা বেশি। কেননা, এবারই প্রথমবারের মতো এটি মাঠে গড়িয়েছে পৃথিবীর ৬ মহাদেশ থেকে ৩২টি দল নিয়ে, যেমনা দেখা যায় ফিফার জাতীয় বিশ্বকাপে। ২০১৪ পর্যন্ত জাতীয় দলের বিশ্বকাপের এক আসরে রেকর্ড গোল দেখা যায় ১৯৯৮তে (১৭১)। ব্রাজিল বিশ্বকাপেও দেখা যায় সমপরিমাণ গোল। ২০২২ কাতার বিশ্বকাপে এক গোল বেশিতে ভাঙে সেই রেকর্ড। ম্যাচপ্রতি গোলের হিসেবেও (২.৬৯) শীর্ষে লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের আসরই। সেই হিসেবে, আর্জেন্টিনার শিরোপাজয়ী আসরে ৬৪ ম্যাচে যত গোল হয়েছে, চলতি ক্লাব বিশ্বকাপে ৭ ম্যাচ বাকি থাকতেই গোল হয়েছে তার চেয়ে বেশি। তবে অংশ নেয়া দলের সংখ্যা ও ম্যাচসংখ্যার হিসেব পাশে রাখলে বিশ্বকাপের ইতিহাসে ম্যাচপ্রতি গোলের তালিকায় সবার ওপরে ১৯৫৪ সুইজারল্যান্ড বিশ্বকাপ। সেবার ২৬ ম্যাচেই দেখা যায় ১৪০ গোল, গড়ে ৫.৪৮টি!
চলতি ক্লাব বিশ্বকাপে কোনো দেশের খেলোয়াড়দের গোলের হিসেবে সবার আগে ব্রাজিলিয়ানরা। প্রথম রাউন্ড মিলিয়ে এখন পর্যন্ত সাম্বার দেশের ছেলেরা লক্ষ্যভেদ করেছেন ২৪ বার। ১৯ গোলে তালিকার পরেই আর্জেন্টাইনরা। ১৩ গোলে তিনে ইংল্যান্ডের ফুটবলাররা। সমান ১২টি গোলে যৌথভাবে চারে ফরাসি ও পর্তুগিজরা। সেরা পাঁচে ৯টি করে গোলে যৌথভাবে জার্মানি ও স্পেনের খেলোয়াড়রা। মহাদেশের হিসেবে ইউরোপের ফুটবলাররা গোল করেছেন সর্বোচ্চ ৮২টি। ৫২ ও ১৫ গোল নিয়ে দুই ও তিনে যথাক্রমে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা।