ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

‘এই সাফল্য কষ্টের ফসল’

স্পোর্টস রিপোর্টার
৪ জুলাই ২০২৫, শুক্রবার
mzamin

 ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমাদের দল। বুধবার ইয়াঙ্গুনের থুওয়ান্না স্টেডিয়ামে বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে দেয় বাংলাদেশ। দুই অর্ধে জোড়া গোল করেন ঋতুপর্ণা চাকমা। এর আগেই বাহরাইনকে হারিয়ে দারুণ সূচনা করেছিল মেয়েরা। পরে বাহরাইন ও তুর্কমেনিস্তানের মধ্যকার ম্যাচটি ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ ‘সি’-এর চ্যাম্পিয়ন হিসেবে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের চূড়ান্ত পর্বে জায়গা।

এই ঐতিহাসিক জয়ের পর গতকাল রিকভারি সেশনে মেয়েদের মুখে ছিল তৃপ্তির হাসি। তবে এখনো পুরো উদ্‌যাপন হয়নি,  অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিম জানিয়েছেন, বাকি এক ম্যাচ শেষ করেই উদ্‌যাপন করবেন মেয়েরা। তিনি বলেন, ‘আমরা যখন আমাদের গ্রুপ দেখলাম, তখন থেকেই লক্ষ্য ছিল যদি সবাই মিলে মন থেকে খেলি, তাহলে কোয়ালিফাই করা সম্ভব। এখন আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। যদিও একটা ম্যাচ বাকি আছে, তাই পুরোপুরি উদ্‌যাপন করিনি। লাস্ট ম্যাচ শেষে করব।’ নারী দলের সহকারি কোচ মাহবুবুর রহমান লিটুও মেয়েদের নৈপুণ্যে খুশি। তিনি বলেন, ‘এই জয় শুধুই একটি ম্যাচ জেতা নয়, এটি বছরের পর বছর মেয়েদের কঠোর পরিশ্রমের প্রতিফলন। গতকাল বাফুফের পাঠানো ভিডিও বার্তায় লিটু বলেন, ‘আলহামদুলিল্লাহ, মেয়েরা খুব ভালো আছে, ভালো মুডেই আছে। গতকাল (বুধবার) আমরা ভাইটাল একটা ম্যাচ জিতেছি, আজ (গতকাল) তাই রিকভারি সেশন করেছি। মেয়েদের দীর্ঘদিনের কষ্টের ফসল হলো এই অর্জন। আমাদের এখনো একটি ম্যাচ বাকি আছে, সেটিও গুরুত্ব সহকারে খেলব।’ 

গতকাল বাফুফে’র দেওয়া ভিডিওতে মনিকা চাকমা বলেন, ‘সবারই এবার প্রত্যাশা ছিল সুযোগ আছে আমরা সেটাই ফুলফিল করেছি। আমরা সবাই খুব খুশি।’
মুনকি আক্তার বলেন, ‘আমাদের দলের অবস্থা খুবই ভালো। সবাই ভালো খেলেছে সবাই খুশি। আমি চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দেওয়ার। জয়ের পর ভালো লাগছে। আমাদের আরও একটা ম্যাচ আছে সবার কাছে দোয়া চাই। সমর্থকদের ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। চাইবো সামনেও যেন এভাবে সমর্থন করেন তারা।’ 
সহকারী কোচ মাহমুদা আক্তার বলেন, ‘ভালো লাগছে আরেকটা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। আরেকটা ম্যাচ বাকি আছে সেখানেও আমরা ভালো রেজাল্ট করবো ইনশাল্লাহ। দলের সবাই সুস্থ আছে, আর তুর্কমিনিস্তানকে সহজ করে ভাবছি না। আশা করছি ভালো একটা ম্যাচ দিয়ে মিয়ানমারের পর্বটা শেষ করতে পারবো।’

২০২৬ নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। এই টুর্নামেন্টই আবার ২০২৭ নারী বিশ্বকাপ এবং ২০২৮ অলিম্পিকের বাছাইপর্ব হিসেবেও বিবেচিত হবে। ফলে ইতিহাসের দরজা একবার খুলতেই এখন বিশ্বমঞ্চের হাতছানিতে বিভোর  মেয়েরা।

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status