খেলা
‘অঘটন’ এড়িয়ে তৃতীয় রাউন্ডে আলকারাজ ও সাবালেঙ্কা
স্পোর্টস ডেস্ক
(১১ ঘন্টা আগে) ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৩:৫৬ অপরাহ্ন

সরাসরি সেটে জিতে উম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছেন কার্লোস আলকারাজ। বিশ্ব র্যা্ঙ্িকংয়ের ৭৩৩ নম্বরে থাকা বৃটেনের অলিভার টারভেটকে ৬-১, ৬-৪, ৬-৪ সেটে উড়িয়ে দিয়েছেন এই স্প্যানিশ তারকা। তবে আলকারাজের আগে দ্বিতীয় রাউন্ড পেরোতে বেশ কাঠখড়ই পোড়াতে হয়েছে নারী টেনিসের শীর্ষ খেলোয়াড় আরিনা সাবালাঙ্কাকে।
এবারের উইম্বলডনে শুরু থেকেই একের পর অঘটন দেখছে টেনিস বিশ্ব। প্রথম রাউন্ডে প্রতিযোগিতাটি থেকে ছিটকে গেছেন টেনিসের দুই বড় নাম দানিল মেদভেদেভ ও অ্যালেক্সান্দার জভেরেভ। অন্যদিকে মেয়েদের একক থেকে বাদ গেছেন কোকো গফ, জেসিকা পেগুলা ও ঝেং কিনওয়েন। সাকুল্যে প্রথম দু‘দিনেই পুরুষ ও নারী এককে শীর্ষ দশের আটজনই ছিটকে গেছেন। ওপেন যুগে কোনো গ্র্যান্ড স্ল্যামে এমনটা দেখা যায়নি আগে কখনও। তবে দ্বিতীয় রাউন্ড সহজেই টপকে গেছেন পাঁচবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী আলকারাজ। গত এপ্রিলে বার্সেলোনা ফাইনালে হোলগার রুনের কাছে হারের পর এই নিয়ে ২০ ম্যাচ অপরাজিত থাকলেন তিনি। ২ ঘন্টা ১৭ মিনিটের লড়াইয়ে জিতে প্রতিপক্ষের প্রশংসায় এই ২২ বছর বয়সী তারকা বলেন, ‘শুরুতেই আমি অলিভারের প্রশংসা করতে চাই। এটি তার ট্যুরের দ্বিতীয় ম্যাচ। আর আমি সত্যিই ওর খেলা উপভোগ করেছি। আমি জানতাম যে নিজের সেরাটাই খেলতে হবে। আমি আমার পারফর্মেন্স নিয়ে খুশি থাকলেও ওকেও বড় কৃতিত্ব দিতে হবে।’
অবশ্য মেয়েদের এককে আলকারাজের মতো সহজেই উতরাতে পারেননি বেলারুশের সাবালাঙ্কা। সরাসরি সেটে জিতলেও দু‘টি সেটেই তাকে লড়াই করতে হয়েছে বিশ্বের ৪৫ নম্বর খেলোয়াড় চেক প্রজাতন্ত্রের মেরি বুৎসকোভার সঙ্গে। টাইব্রেকারে ৭-৬ (৭-৪) গেমে প্রথম সেট জেতার পর তিনি পরের সেটটি জেতেন ৬-৪ গেমে।