ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

ব্যাডমিন্টনেও প্রবাসী খেলোয়াড়

স্পোর্টস রিপোর্টার
৪ জুলাই ২০২৫, শুক্রবার
mzamin

হামজা-শমিতের আগমনে প্রাণ ফিরেছে দেশের ফুটবলে। সেই ধারাবাহিকতায় লাল-সবুজের জার্সি গায়ে চড়ানোর আশায় ঢাকা এসে একযোগে ট্রায়াল দিয়ে গেছেন ৪৯ প্রবাসী ফুটবলার। এবার তাদের দেখানো পথে হাঁটতে যাচ্ছে ব্যাডমিন্টন। ব্যাডমিন্টনেও আসছেন প্রবাসী শাটলার। ১৪-১৯শে জুলাই অনুষ্ঠেয় জাতীয় চ্যাম্পিয়শিপে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে আসছেন আইমান ইবনে জামান এবং ফয়জুল ইসলাম জাকারিয়া। আইমান দু’বারের সাবেক চ্যাম্পিয়ন। অন্যদিকে জাকারিয়া প্রথমবারের মতো আসছেন। জানা গেছে, জাতীয় এই চ্যাম্পিয়নশিপে ১০-১৫ জন প্রবাসী শাটলার আবেদন করলেও শেষে নিবন্ধন করেছেন এই দুজন। দেশের ব্যাডমিন্টনে প্রাইজমানিতেও একটা বিপ্লব ঘটাতে যাচ্ছে নতুন কমিটি। এবারের আসরে ১০ লাখ টাকার প্রাইজমানি দেওয়া হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন বলেন, ‘শাটলারদের আর্থিক দৈনতা আমাকে কষ্ট দেয়। তাই এবারের  জাতীয় চ্যাম্পিয়নশিপে ১০ লাখ টাকা প্রাইজমানির ঘোষণা দিয়েছি আমরা। এককেই থাকবে দেড় লাখ টাকার প্রাইজমানি। আমি উদাহরণ তৈরি করতে চাই। আগে যেখানে সর্বোচ্চ ৩ লাখ টাকা ছিল, সেটা ১০ লাখে উন্নীত করতে চাই। পরবর্তীতে যারা আসবে তারা যেন এর কমে প্রাইজমানি দিতে হিমশিম খায়।’ নানা কারণে ২০১৪ সাল থেকে লীগ হয়নি। প্রথম বিভাগে নয়টি ক্লাব খেলতো। গত ১১ বছরে ক্লাবগুলো হদিস নেই। ১৫ বারের জাতীয় চ্যাম্পিয়ন সুমন বলেন, ‘দীর্ঘদিন লীগ হয়নি। এবার টার্গেট হচ্ছে বাংলাদেশে প্রথম বিভাগ লীগ করা। তিনটি দল হলেও তাদের নিয়েই লীগ করবো। কারণ শাটলারদের রুটি-রুজির সংস্থান এই লীগ থেকেই। খেলোয়াড়দের অবশ্যই একটা ইনকামের দরকার আছে। আমরা তো সেটি ফেডারেশন থেকে দিতে পারি না। তাই চিন্তা ভাবনা আছে বছরের শেষ দিকে শাটলারদের ফ্রি করে দেয়া। অর্থাৎ তাদের খেপ খেলার সুযোগ করে দেয়া। ওই সময় যে আয় করবে সেটি দিয়ে যেন সারাবছর প্রাকটিস করতে পারে।’ এ পর্যন্ত স্বল্প ও মাঝারি মেয়াদে মালয়েশিয়া ও চীন থেকে কোচ এসেছে। এবার আগস্টে প্রথমবারের ইন্দোনেশিয়া থেকে দীর্ঘমেয়াদে কোচ আনতে যাচ্ছে ফেডারেশন। লক্ষ্য আগামি বছর জানুয়ারিতে পাকিস্তানে হতে যাওয়া সাফে তুলনামূলক ভালো ফলাফল করা। বিদেশি কোচের বেতন আসবে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। এ ছাড়া ব্যাডমিন্টনের উন্নতিতে সবকিছুর স্পন্সর হিসেবে থাকবে লাবিব গ্রুপ। বাৎসরিক পরিকল্পনা জানিয়ে নব্য সাধারণ সম্পাদক জানান, ‘জুলাইয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপের পর আগস্টে স্কুল টুর্নামেন্ট, সেপ্টেম্বরে লীগ, অক্টোবরে র‌্যাঙ্কিং টুর্নামেন্ট, নভেম্বর-ডিসেম্বরে সানরাইজ-ইউনেক্স আন্তর্জাতিক টুর্নামেন্ট করার পরিকল্পনা রয়েছে। আমরা ব্যাডমিন্টনের উন্নয়ন উন্নতির জন্য লাবিব গ্রুপকে কাছে পাচ্ছি, তাতে আমাদের কাজগুলো সহজতর হবে।

 

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status