খেলা
হারের কারণ হিসেবে তাসকিন যা বলছেন
স্পোর্টস ডেস্ক
(৯ ঘন্টা আগে) ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১০:৫৩ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে গতকাল ব্যাটিং ধসে পড়ে হেরে গেছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার ২৪৪ রানের জবাবে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৬৭ রানে। ৭৭ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেছে স্বাগতিকরা। টাইগারদের মিডল অর্ডারের ব্যাটিং ধসের কথা উঠে এসেছে ম্যাচে দুর্দান্ত বোলিং করা তাসকিন আহমেদের কথাতেও।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ ওভারে অলআউট হয়ে যায় লঙ্কানরা। চোট থেকে ফেরা তাসকিন নেন ৪টি উইকেট, তানজিম হাসান সাকিব নেন ৩টি। রান তাড়ায় নেমে ১৭তম ওভারে বাংলাদেশের দলীয় সংগ্রহ ছিল ১ উইকেটে ১০০। সেখান থেকে হঠাৎ ভেঙে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইনআপ, স্কোরকার্ডে আর পাঁচ রান যোগ করতে গিয়ে হারায় ৭ উইকেট। এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘আসলে কলম্বোর প্রেমাদাসা (উইকেট) একটু ট্রিকি। (ওয়ানিন্দু) হাসারাঙ্গার ওভারে (শান্তর) রান আউটের পর (তানজিদ) তামিমের আউটটা, এরপর আমাদের বাজে একটা ব্যাটিং কলাপ্স হয়েছে। ওই মুহূর্তে ১ ওভারে ২ উইকেটই ওদের জন্য টার্নিং পয়েন্ট ছিল। অবশ্যই আমরা মাঝে বাজে ব্যাট করেছি। অথচ শুরুটা কিন্তু দারুণ ছিল।’ এই ডানহাতি পেসার আরও বলেন, ‘১৬ ওভারে ১০০, এরপর একটার পর একটা (উইকেট), এটা আমাদের জন্য অনেক দামী হয়ে গেছে। জাকের সেট হয়ে গিয়ে কিন্তু দারুণ ব্যাটিং করছিল, ফিফটিও মেরেছে। ওর সঙ্গে ২-৩ জন ব্যাটার থাকলে এই ম্যাচটা আমরা জিততে পারতাম। মেনে নিচ্ছি আমরা ভালো ব্যাট করতে পারিনি। ২-৩ জনের ব্যাটিং দেখে মনে হয়নি এতটা বাজে ছিল উইকেট। এটা আমাদেরই কিছুটা ব্যর্থতা আছে।’