ঢাকা, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

সেঞ্চুরিতে গিলের কীর্তি, বুমরাহর বিশ্রামে তীব্র প্রতিক্রিয়া

স্পোর্টস ডেস্ক

(৮ ঘন্টা আগে) ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১২:১৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৪৭ অপরাহ্ন

mzamin

ভারতের ইংল্যান্ড সফরের দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি তুলে নিয়েছেন শুবমান গিল। প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকানো ভারতীয় অধিনায়ক এজবাস্টনেও তিন অঙ্ক ছুঁয়ে বসেছেন নিজ দেশের কিংবদন্তিদের পাশে। অন্যদিকে এই ম্যাচের জন্য বিশ্রাম দেয়া হয়েছে ভারতের বোলিং মেইনম্যান জশপ্রিত বুমরাহকে, যা মানতেই পারছেন না দেশটির সাবেক অধিনায়ক রবি শাস্ত্রী ও দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির দ্বিতীয় ম্যাচের প্রথম দিনে খেলা হয়েছে ৮৫ ওভার, ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৩১০। ওয়ার্কলোড ভাবনায় বিশ্রাম দেয়া হয়েছে ভারতীয়দের বোলিং মেইনম্যান জশপ্রিত বুমরাহকে, যা ইতিমধ্যে সমালোচনার জন্ম দিয়েছে অনেক। হেডিংলি টেস্ট হেরে সিরিজে পিছিয়ে পড়া ভারত বুধবার দলীয় ১৫ রানে হারায় লোকেশ রাহুলকে। ব্যক্তিগত স্রেফ ২ রানে ফেরেন আগের ম্যাচের দ্বিতীয় ইনিংসের এই সেঞ্চুরিয়ান। দলীয় ৯৫ রানে করুণ নায়ার (৩১) ফিরে গেলে ক্রিজে আসেন শুবমান গিল। সেখান থেকে আরেক ওপেনার যশস্বী জয়সওয়ালকে নিয়ে ভারতীয় অধিনায়ক গড়েন ৬৬ রানের জুটি। টানা দুই টেস্টে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের বলে উইকেটকিপার জেমি স্মিথের হাতে ধরা পড়েন জয়সওয়াল। ব্যক্তিগত ৮৭ রানে সাজঘরে ফেরেন এ বাঁহাতি ব্যাটার। ইংলিশদের বিপক্ষে এই নিয়ে টানা সাত টেস্টে ফিফটি করলেন জয়সওয়াল। ভারতীয়দের মধ্যে তার আগে এই স্বাদ পেয়েছেন কেবল রাহুল দ্রাবিড়। পরের উইকেটে ঋষভ পান্তও আউট হলে রবীন্দ্র জাদেজাকে নিয়ে দিনের শেষ করার আগে ১৯৯ বলে ব্যক্তিগত সেঞ্চুরি তুলে ১১৪ রানে অপরাজিত থাকেন ২৫ বছর বয়সী গিল। ইংলিশদের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি করে দুই সাবেক অধিনায়ক আজহারউদ্দিন ও বিজয় হাজারের পাশে বসেছেন এই ডানহাতি ব্যাটার। ১৯৫১-৫২ মৌসুমে দিল্লি ও ব্রেব্রোর্নে হাজারে আর ১৯৯০-এ লর্ডস ও ওল্ড ট্রাফোর্ডে আজহারউদ্দিন ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি করেন। অন্যদিকে অধিনায়ক হিসেবে প্রথম দুই টেস্টে সেঞ্চুরি করা চতুর্থ ভারতীয় গিল। তার আগে এই স্বাদ পেয়েছেন বিজয় হাজারে, সুনীল গাভাস্কার ও বিরাট কোহলি।

‘বুমহারকে না খেলানো মানে রোনালদোকে পর্তুগালের হয়ে না খেলানো’
এদিকে জশপ্রিত বুমরাহ যে একাদশে নেই, সেটি মানতেই পারছেন না ক্রিকেটের দুই গ্রেট রবী শাস্ত্রী ও ডেল স্টেইন। প্রোটিয়াদের কিংবদন্তি পেসার স্টেইন তো জশপ্রিতের না খেলানোকে তুলনা করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে তার দেশের হয়ে না খেলানোর সঙ্গে। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘পর্তুগাল দলে বিশ্বের সেরা স্ট্রাইকার রোনালদো আছেন আর তারা তাকে খেলায়নি, এটি তো পাগলামি। ভারত দলে বুমরাহকে রেখেও তাকে না খেলানোও এমন কিছু। কী হচ্ছে! দ্বিধায় পড়ে গেলাম।’ একই প্রসঙ্গে স্কাই স্পোর্টসে শাস্ত্রী বলেন, ‘ভারতের সাম্প্রতিক পারফর্মেন্স হিসেবে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টেস্ট ম্যাচ। আপনি নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি, অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি হেরেছেন। এখানে প্রথম টেস্টও হেরেছেন, স্বাভাবিকভাবেই আপনি আবার জয়ের পথে ফিরতে চান। তবে দলে বিশ্বের সেরা ফাস্ট বোলার রয়েছে এবং আপনি সাত দিন বিশ্রামের পরও তাকে বসিয়ে রাখেন, বিশ্বাস করা সত্যিই কঠিন।’

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status