বিশ্বজমিন
অভিবাসন ঠেকাতে সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা ট্রাম্পের
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

অবৈধ অভিবাসন ঠেকাতে যুক্তরাষ্ট্রের সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অভিবাসন নিয়ন্ত্রণের লক্ষ্যে ওভাল অফিসে একগুচ্ছ নির্বাহী আদেশে সই করেছেন তিনি। বিশেষ করে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রশাসনকে কঠোর হতে ওই জরুরি অবস্থা ঘোষণা করেছেন ট্রাম্প।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, তিনি হোয়াইট হাউসে এসেই বাইডেন প্রশাসনের নীতিগুলোকে ‘ধ্বংস’ করবেন। অভিবাসন বিষয়ক অ্যাপ সিবিপি ওয়ানের কার্যক্রম বন্ধ করেছেন ট্রাম্প। এর ফলে হাজার হাজার অভিবাসীর অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়ে গিয়েছে। নির্বাচনী প্রচারণাতেই ট্রাম্প বলেছিলেন যে, তিনি আসলে যুক্তরাষ্ট্র থেকে লাখ লাখ অবৈধ অভিবাসীদের বিতাড়িত করবেন। শপথ নিয়েই তিনি সে কার্যক্রম শুরু করলেন।
তবে বিশ্লেষকদের মতামত, নির্বাহী আদেশ বাস্তবায়ন করা ট্রাম্পের জন্য সময় সাপেক্ষ।
পাঠকের মতামত
আরো ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন ।