ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাবান ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

এবার ট্রাম্প মনোনীত প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিরুদ্ধে সাবেক স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

মানবজমিন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ২২ জানুয়ারি ২০২৫, বুধবার, ২:২৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:২৩ পূর্বাহ্ন

mzamin

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মনোনীত নতুন প্রতিরক্ষমন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির কাছে একটি হলফনামা দিয়েছেন হেগসেথের ভাইয়ের সাবেক স্ত্রী ড্যানিয়েল হেগসেথ। হলফনামার অভিযোগে বলা হয়েছে, সাবেক দ্বিতীয় স্ত্রীর ওপর নিপীড়ন চালাতেন হেগসেথ। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়, সিনেটের কাছে দেয়া ওই হলফনামার একটি অনুলিপি থেকে এসব তথ্য জানাতে পেরেছে গণমাধ্যমটি। ট্রাম্পের শপথ গ্রহণের একদিন পর হেগসেথের বিরুদ্ধে এমন অভিযোগ উত্থাপিত হলো। যদিও প্রতিরক্ষামন্ত্রী হিসেবে এখনও চূড়ান্ত নিয়োগ পায়নি হেগসেথ। সিনেটে ভোটাভুটি হওয়ার পর তার নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে। 
হেগসেথের সাবেক স্ত্রীর নাম সামান্থা। যার ওপর নির্যাতনের অভিযোগ তুলেছেন হেগসেথের ভাইয়ের সাবেক স্ত্রী ড্যানিয়েল। হলফনামায় তিনি লিখেছেন, সামন্থার ওপর নির্যাতন চালাতেন হেগসেথ। তবে হলফনামায় নির্যাতনের ধরণ উল্লেখ করা হয়নি। এছাড়া সামান্থাকে কখনও সামনাসামনি নির্যাতনের শিকারও হতে দেখেননি ড্যানিয়েল। তবে ওই সময় সামান্থা তার নিরাপত্তা নিয়ে শঙ্কায় ছিলেন ও স্বামীর হাত থেকে বাঁচার জন্য সাহায্যের প্রয়োজন হলে একটি সাংকেতিক শব্দ ব্যবহার করতেন। ২০১৫ বা ২০১৬ সালের কোনো একসময় সামান্থার কাছ থেকে সাংকেতিক শব্দসংবলিত একটি খুদেবার্তা পেয়েছিলেন বলে উল্লেখ করেন ড্যানিয়েল।

ওই হলফনামায় আরও বলা হয়, ড্যানিয়েল একাধিক পারিবারিক অনুষ্ঠানে পিট হেগসেথকে অতিরিক্ত মাদক নিতে দেখেছেন। ২০১৩ সালে তিনি তাকে দুবার প্রকাশ্যে অতিরিক্ত মদপান করতে দেখেছেন। ড্যানিয়েল হেগসেথ বলেছেন, ব্যক্তিগত ত্যাগ স্বীকার করে তিনি পিট হেগসেথের বিরুদ্ধে অভিযোগগুলো প্রকাশ করেছেন। কারণ, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথ নিয়োগ পেলে যুক্তরাষ্ট্র ও দেশটির সামরিক বাহিনীর কী হবে, তা ভেবে তিনি উদ্বিগ্ন। এমন অভিযোগ জানার পর সিনেটে ভোটাভুটির সময় সিনেটরদের অনেকে তাকে ভোট না দেয়ার সিদ্ধান্ত নিতে পারেন।

হলফনামাটি প্রসঙ্গে সর্বপ্রথম এনবিসি নিউজে প্রতিবেদন প্রকাশ হয়। এনবিসিকে পাঠানো এক বিবৃতিতে পিট হেগসেথের সাবেক স্ত্রী সামান্থা লেখেন, বিবাহিত জীবনে আমার ওপর কোনো শারীরিক নির্যাতন হয়নি। এটাই আপনাদের দেয়া আমার একমাত্র বিবৃতি। আমি আপনাদের জানিয়ে দিতে চাই, পিটের সঙ্গে আমার বৈবাহিক জীবন সম্পর্কে আমি কথা বলছি না এবং বলবও না। দয়া করে এ সিদ্ধান্তকে সম্মান জানাবেন।

পিট হেগসেথের আইনজীবী টিম পার্লাটোর একটি বিবৃতিতে বলেন, ড্যানিয়েল হেগসেথ একজন আজীবন ডেমোক্রেট সদস্য। আর ডেমোক্রেট হওয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে তার ঝগড়া লেগে যেত। আইনজীবীর দাবি, ড্যানিয়েলের অভিযোগগুলোর সত্যতা নেই। তিনি পিটকে ঘৃণা করেন। গত নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পরপরই ট্রাম্প তার প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথকে মনোনীত করেন। তবে পিটের বিরুদ্ধে কর্মক্ষেত্রে যৌন নিপীড়ন ও অতিরিক্ত মদ পানসহ বিভিন্ন অভিযোগ প্রকাশ হতে থাকে। এ অবস্থায় তার মনোনয়ন পাওয়ার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়ে। তবে হেগসেথ বারবারই মদপানসহ অসদাচরণের সব অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, নিয়োগ নিশ্চিত হলে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে কাজ করার সময় তিনি মাদক নেবেন না।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট/ আবারো ঢাকা-দিল্লি কূটনৈতিক উত্তেজনা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status