খেলা
সিলেটি ভাষায় নিজের অনুভূতি জানিয়ে যা বললেন হামজা
স্পোর্টস ডেস্ক
(২ সপ্তাহ আগে) ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

লন্ডনে বাংলাদেশি কমিউনিটি হামজা চৌধুরীকে অভিনন্দন জানাতে একটি মহাভোজের আয়োজন করেছিল শুক্রবার। বাংলাদেশ জাতীয় দলে খেলার সুযোগ পাওয়ায় তাকে কেন্দ্র করেই হয় এই অনুষ্ঠান। সেখানেই হামজা সিলেটি ভাষায় তার রোমাঞ্চের কথা জানান।
বৃটিশ বাংলাদেশি ইউটিউব চ্যানেল ‘হাওয়া টিভি’কে দেওয়া সাক্ষাৎকারে হামজা সিলেটি ভাষায় বলেছেন, ‘জি জি জি, মার্চ ইনশাল্লাহ ফার্স্ট গেম, আমি গিয়া সব স্কোয়াডরে মিট করমু, মার্চো, অ্যান্ড ইনশাআল্লাহ সাক্সেসফুল হইমু আমরা সব।‘
আন্তর্জাতিক ফুটবল খেলার সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতাও জানিয়ে হামজা বলেন, ‘আন্তর্জাতিক ফুটবল খেলা অনেক বড় বিষয়। আমার সৌভাগ্য যে, বাংলাদেশ আমাকে সে সুযোগটা করে দিচ্ছে। ইনশাআল্লাহ, আমি বাংলাদেশে সফল হবো।’ লেস্টার সিটির পাশাপাশি বাংলাদেশের হয়ে খেলবেন ২৭ বছর বয়সী ফুটবলার, 'লেস্টার সিটির পাশাপাশি আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশের হয়ে খেলবো।’