খেলা
দেম্বেলের জোড়া গোলের দিন জিতলো জুভেন্টাস-ডর্টমুন্ডও
স্পোর্টস ডেস্ক
(৪ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:১৪ অপরাহ্ন

চ্যাম্পিয়নস লীগের প্লে অফ পর্বে ব্রেস্তকে ৩-০ গোলে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এতে করে শেষ ষোলোর পথে এক পা বাড়িয়ে রাখলো ফরাসি জায়ান্টরা। মঙ্গলবার জয়ের দিন জোড়া গোল করেন উসমান দেম্বেলে। নিজ নিজ ম্যাচে সহজ জয় তুলে নিয়েছে জার্মান ও ইতিয়ালিয়ান দুই জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড ও জুভেন্টাস।
ব্রেস্তের ঘরের মাঠ স্টেড দে রউদৌরুতে আধিপত্য দেখায় পিএসজি। প্রতিপক্ষের গোলের দিকে এদিন ১৬টির মধ্যে ৭টি শট লক্ষ্যে রাখতে পারে সফরকারীরা। বিপরীতে ১৬টি শটের মধ্যে স্বাগতিকরা লক্ষ্যে রাখতে পারে কেবল ২টি। ফরাসি জায়ান্টদের হারিয়ে শেষ ষোলোতে জায়গা করাটা একপ্রকার অসম্ভব বলে জানতেন ব্রেস্ত কোচ এরিক রয়। তাই ম্যাচের আগে এটিকে ‘মিশন ইম্পসিবল’ বলে আখ্যা দেন তিনি। মাঠেও তাই হলো। ফর্মের তুঙ্গে থাকা স্বদেশি ফরোয়ার্ড দেম্বেলে জাদুতে দিশেহারা ব্রেস্ত। যদিও ম্যাচের শুরুতেই মারাত্মক ভুল করে বসেন গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। সতীর্থের ব্যাকপাস থেকে ঠিকমতো সামনে না দেখেই শট নেন ইতালিয়ান এই গোলকিপার। গোলপোস্ট তখন পুরো ফাঁকা। সে সময়ে ছুটে আসা ব্রেস্ত ফরোয়ার্ড লুদোভিচের মাথায় বল লেগে তা বাইরে চলে যায়। পিএসজি হয়ে উদ্বোধনী গোলটি আসে ভিতিনহোর পা থেকে। ম্যাচের ২১তম মিনিটে মিডফিল্ডার লেস-মেলুর হাতে বল লাগলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে পেনাল্টি দেন রেফারি। স্পটকিক থেকে দলকে এগিয়ে নেন এই পর্তুগিজ মিডফিল্ডার।
বিরতির বাঁশি বাজার শেষ মিনিটে নিজের প্রথম গোলটি করেন দেম্বেলে। আশরাফ হাকিমির পাস থেকে বক্সের সামনে থেকেই নিচু শটে জালে বল জড়ান এই ২৭ বছর বয়সী। ইউরোপ সেরার মঞ্চে এই নিয়ে টানা তিন ম্যাচে গোল করলেন দেম্বেলে। বিরতি থেকে ফিরে আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে ব্রেস্ত। ৪৮ মিনিটে দারুণ একটি সুযোগও তৈরি করে স্বাগতিকরা। সে যাত্রায় দোন্নারুম্মার প্রয়াসে জাল অক্ষত থাকে সফরকারীদের। তবে এর দু’মিনিটের মধ্যে পাল্টা আক্রমণে ফাঁকা জালে গোল করেন পিএসজির তরুণ ফরোয়ার্ড দিজিরে দুয়ে। কিন্তু সতীর্থ ব্র্যাডলি বার্কোলা অফসাইডে থাকার কারণে সেটি ভিএআর সিদ্ধান্তে বাতিল হয়। ৬৬ মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন দেম্বেলে। বক্সের ভেতর থেকে তার নেয়া শট প্রতিপক্ষের পায়ে লাগলেও জাল খুঁজে নেয় বল।
চ্যাম্পিয়নস লীগের চলতি মৌসুমে এই নিয়ে একটি হ্যাটট্রিকসহ মোট ৬ গোল করেন দেম্বেলে। নতুন বছরের অপ্রতিরোধ্য এই ফরাসি ফুটবলার সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচে গোল করেলেন ১৪টি। দু’টি হ্যাটট্রিকের সঙ্গে জোড়া গোলও আছে দু’বার। একই রাতে গতবারের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ড ৩-০ গোলে হারায় পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপিকে। অন্য ম্যাচে ডাচ ক্লাব পিএসভির বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নেয় জুভেন্টাস।