ঢাকা, ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রমজান ১৪৪৬ হিঃ

খেলা

এসএ গেমসের সভা লাহোরে

স্পোর্টস রিপোর্টার
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

দক্ষিণ এশিয়া গেমস সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে নেপালের কাঠমান্ডু ও পোখরায়। দুই বছর পর অর্থাৎ ২০২১ সালে পরের আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানে। দেশটির অভ্যন্তরীণ নানা সমস্যায় গেমস কয়েকবার পিছিয়েছে। চলতি বছরের নভেম্বরে গেমস আয়োজনের লক্ষ্যে পাকিস্তান ফেব্রুয়ারি মাসে একটি সভা আহ্বান করেছে। লাহোরে এসএ গেমস সংক্রান্ত সভার সূচি রাখা হয়েছে ২৫-২৬শে ফেব্রুয়ারি। এই সভায় এসএ গেমসের রূপরেখা অনেকটা নিশ্চিত হবে। বিশেষত গেমসের সময়সূচি ও ডিসিপ্লিন সংখ্যা। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) এই সভার আমন্ত্রণ গত মাসে পেয়েছে। বিওএ থেকে দুই জন কর্মকর্তা এই সভায় যোগ দিতে ২৪শে ফেব্রুয়ারি লাহোরে যাচ্ছেন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধিত্ব কে কে করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। এর আগে বেশ কয়েকবার সভার সূচি নির্ধারিত থাকলেও অনুষ্ঠিত হয়নি। তবে এবার সভা হবেই এমনটা ধারণা বিওএ’র। পাকিস্তান সর্বশেষ ২০০৪ সালে ইসলামাবাদে এসএ গেমস আয়োজন করেছিল। এরপর আর গেমস আয়োজনের সুযোগ পায়নি দেশটি। ২০১৯ সালের পর আবারো পাকিস্তানের সামনে সেই সুযোগ এসেছে। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতিসহ দেশটির অভ্যন্তরীণ নানা সমস্যায় গেমসটি এখনও আলোর মুখ দেখেনি। 
এই বছর লাহোরে গেমস আয়োজনের চেষ্টা করছে পাকিস্তান। দুই বছর পরপর এই গেমস হওয়ার কথা থাকলেও নানা কারণে অনিয়মিত। এসএ গেমসের পদক তালিকায় বরাবরই ভারতের আধিপত্য দেখা যায়। বাংলাদেশ এসএ গেমসের ইতিহাসে সর্বোচ্চ ২০টি স্বর্ণপদক জিতেছিল ২০১৯ সালে। সেই আসরে আরচারি ডিসিপ্লিনে বাংলাদেশ ১০ ইভেন্টেই ১০টি স্বর্ণপদক জিতেছিল। 
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status