ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

রাশিয়ার মিসাইলের আঘাতে প্রাণ হারিয়েছেন ইউক্রেনের এক নাগরিক

মানবজমিন ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

রাশিয়া থেকে নিক্ষেপ করা ব্যালেস্টিক মিসাইলে ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রাণ হারিয়েছেন একজন, আহত চার। বুধবার সকালে ওই মিসাইল হামলা চালানো হয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। আহতদের মধ্যে ৯ বছরের এক শিশু থাকার তথ্য নিশ্চিত করেছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো। ইউক্রেনের সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়, তারা রাশিয়া থেকে নিক্ষেপ করা সাতটি মিসাইলের মধ্যে ছয়টি ও ৭১টি ড্রোন ভূপাতিত করেছে। ইতিমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্ভাব্য শান্তি চুক্তিতে রাশিয়ার সঙ্গে ভূমি অদলবদলে প্রস্তুত থাকবে বলে প্রস্তাব দিয়েছেন দেশটি। তার এমন মন্তব্যের পর থেকে রাশিয়া, ইউক্রেনে ওই হামলা চালায়। রাশিয়া থেকে নিক্ষেপ করা ওই মিসাইল ও ড্রোনে ক্ষতিগ্রস্ত হয়েছে কিয়েভের হলোসিভিস্কি, পদিলিস্কি, সিভিয়াতোসিনিস্কি ও ওবোলোনিস্কি জেলা। ইতিমধ্যে ক্রিভিরিহ শহরের কর্মকর্তারা আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে টেলিগ্রামে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর দিনিপ্রোপেট্রোভস্ক। এদিকে হামলার ওই ঘটনায় প্রতিক্রিয়া জানাতে ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কখনো শান্তির প্রস্তুতি নেননি। তিনি শুধু ইউক্রেনীয়দের হত্যা করছেন ও একের পর এক শহর ধ্বংস করছেন। জেলেনস্কি টেলিগ্রামে আরও বলেন, যুদ্ধ বন্ধের জন্য আমাদের এখন মিত্র দেশগুলোর একতা ও সমর্থন প্রয়োজন। মঙ্গলবার প্রকাশিত দ্য গার্ডিয়ানের এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, তিনি ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় ভূমি অদলবদল করতে প্রস্তুত থাকবেন। এদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলের কিছু অংশ ছয় মাস ধরে নিজেদের দখলে রেখেছে ইউক্রেন। জেলেনস্কি বলেন, রাশিয়া যদি ইউক্রেনের দখলকৃত অঞ্চলের দাবি ছেড়ে দেয় তাহলে এর বিনিময়ে ইউক্রেনও রাশিয়ার কুরস্কের দখলকৃত এলাকা ছেড়ে দেবে। ইউক্রেন কখনো রাশিয়ার কুরস্কে কয়েকশ’ বর্গকিলোমিটার ভূমি স্থায়ীভাবে দখল করতে চায়নি। রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-সভাপতি দিমিত্রি মেদভেদেভ, জেলেনস্কির এমন পরামর্শ ‘অর্থহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। এ সময় তিনি উপহাস করে ভলোদিমির জেলেনস্কির পূর্বে করা এক মন্তব্য পুনরাবৃত্তি করে বলেন, শক্তি প্রদর্শনের মাধ্যমে শান্তি? উল্লেখ্য, ইউক্রেন আশা করেছিল ‘কুরস্ক অপারেশন’ হয়তো ফ্রন্ট লাইনে যুদ্ধ করা ইউক্রেনীয় যোদ্ধাদের ওপর চাপ কমাতে সাহায্য করবে। কিন্তু রাশিয়ার ক্রমাগত আক্রমণে তা সম্ভব হয়নি। জেলেনস্কি স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া দেশটির কোনো প্রকার নিরাপত্তার নিশ্চয়তা নেই। উল্লেখ্য, গত বছর যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণায় ট্রাম্প, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে মন্তব্য করেন। এমনকি দায়িত্ব গ্রহণের একদিনের মধ্যেই তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি ঘটাবেন বলে আশ্বাস দেন। গত মাসে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে পুতিনকে সতর্ক করেন। তিনি বলেন, রাশিয়া যদি যুদ্ধ বন্ধ না করে তাহলে দেশটির উপর উচ্চ শুল্ক আরোপ করবেন তিনি। পুতিন যদিও রাশিয়া যুদ্ধ বন্ধে প্রস্তুত বলে পুনর্ব্যক্ত করেছেন। তবে তিনি শর্ত দিয়েছেন, ইউক্রেনের যেসকল এলাকা রাশিয়া দখল করেছে তা ইউক্রেনকে ছেড়ে দিতে হবে। যদিও জেলেনস্কি আগে বলেছেন, তিনি হয়তো কিছু এলাকা অল্প সময়ের জন্য ছাড় দিতে পারেন। তবে সম্প্রতি গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে প্রথমবারের মতো স্থায়ী ছাড়ের পরামর্শ দিয়েছেন তিনি।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status