বিশ্বজমিন
সরকার পাল্টালে ভারত-বাংলাদেশ সম্পর্কের পরিবর্তন আসতে পারে: ভারতের সেনাপ্রধান
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ৯ মার্চ ২০২৫, রবিবার, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:২৩ অপরাহ্ন

সরকার পাল্টালে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। শনিবার নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভের এক অধিবেশনে চীন ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কের বিষয়ে কথা বলার সময় বাংলাদেশ প্রসঙ্গে এ কথা বলেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
এতে বলা হয়, চীন ও পাকিস্তানের প্রতি পরোক্ষ ইঙ্গিত করে দ্বিবেদী বলেছেন, তাদের মধ্যে উচ্চ মাত্রার যোগাযোগ রয়েছে, যা মেনে নিতে হবে। এর অর্থ দুই ফ্রন্টের হুমকি এখন বাস্তবতা। অধিবেশন চলাকালীন সেনাবাহিনীর প্রস্তুতি, চলমান সংঘাত থেকে শিক্ষা, বাংলাদেশের পরিস্থিতি এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এবং নিয়ন্ত্রণ রেখা সম্পর্কের বিষয়ে জবাব দেন ভারতের সেনাপ্রধান।
প্রশ্ন কর্তাকে উদ্দেশ্য করে দ্বিবেদী বলেন, দ্বিতীয়ত আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন তা হচ্ছে- সহযোগিতা বা আমাদের পশ্চিমা প্রতিবেশি এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার ইঙ্গিত দেয়া প্রতিবেদন সম্পর্কে প্রশ্ন করা হলে দ্বিবেদী বলেন, আমার মতে- যেহেতু সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশ। তাদের আমাদের প্রতিবেশি যেকোনো দেশের সঙ্গে সম্পর্ক রয়েছে, তাই আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত। আমি এ বিষয়ে উদ্বিগ্ন। সন্ত্রাসবাদের পথটি সেই দেশ থেকেও ব্যবহার করা হতে পারে, যা আমাদের প্রধান উদ্বেগের বিষয়।
বাংলাদেশ ইস্যুতে ভারতের সেনাপ্রধান বলেন, বাংলাদেশের ভূমিকা নিয়ে এখন সিদ্ধান্ত নিলে তা অনেক তড়িৎ সিদ্ধান্ত হবে। সেখানে সরকারের পরিবর্তন হলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পরিবর্তন আসতে পারে। কেননা আমি এ বিষয়ে খুব স্পষ্ট যে বর্তমান সামরিক বাহিনীর (বাংলাদেশের) সঙ্গে আমাদের সম্পর্ক খুবই শক্তিশালী। আমাদের মধ্যে নিয়মিত নোট বিনিময় হয়, যাতে কোনো ধরনের দ্বিধা-দ্বন্দ্ব এড়ানো যায়।
পাঠকের মতামত
বোঝা গেল ডঃ ইউনুস সাহেব বাংলাদেশকে সঠিক পথেই পরিচালিত করছেন।
তিনি কেন ডিসাইড করার,স্ব স্ব দেশের সরকার আছে তারা নিজেদের স্বার্থে পররাষ্ট্রনীতি এগিয়ে নিয়ে যাবে ,এখানে যুদ্ধ চলছেনা যে সেনাপতি আগ বাড়িয়ে ভূমিকা নেবে।অনেক হয়েছে এবার নিজের চরকায় তেল ঢালুন।
তোমরা আগে মানুষ হও,তারপর আমাদের কথা ভেবো।
দাদা বাবুদের সমস্যা হচ্ছে গো, আগের মতো পুকুর চোরি করে খেতে পারছেনা? আহাগো কত কষ্ট দাদা বাবুদের। উনি যেন সেনা প্রধান না রাষ্ট নায়ক।
এই দৌড়া, আওয়ামী লীগ আইলো......
তাহলে ভারতের সরকার পরিবর্তনের ব্যবস্থা করেন।
তোমাদের নোবেল জয়ী ইউনুস স্যারকে নিয়ে কি সমস্যা গো?? ইউনুছ মনে হয় তোমাদেরকে হাসিনার মতো খুশী করতে পারতেছে না।। আমরা ইউনুস স্যারের পক্ষে আছি।। স্যারকে পরবর্তীকালে রাষ্ট্রপতি বানাবো।। ইনশাআল্লাহ।। আমার সবসময় আমাদের ন্যায্য অধিকার নিয়ে কাজ করবো।। এখন তোমরা ভেবে দেখো আমাদের সাথে কেমন সম্পর্ক রাখবা???
ভারতের মত বন্ধু যার আছে তার আর কোন শত্রুর দরকার নেই।
How dare he talks like that about another country's internal affairs!
তাহলে সরকার ই পরিবর্তন করার দরকার নাই।
Bangladesh will have a better relationship with India when the BJP government will be changed to a different one.
ভারতের সেনাপ্রধানের কথা শুনে বুঝা যাচ্ছে বাংলাদেশ সঠিক লাইনে এগুচ্ছে
ভারত ও সন্ত্রাসবাদে কম কিসে। নিজেদের চেহারা ভারতীয় সেনাপ্রধান দেখতে পায় না।
সন্দেহ হয় যে, ভারত বিএনপির সাথে চুক্তি করে ফেলেছে নতুবা এত আশাবাদী হয় কি করে? গত ১৫ বছর ভারত আও
তোমরা ভারতীয়রা হাসিনাকে নিয়েই থাক তোমাদের সাথে আমাদের ভালো সম্পর্কের কোন দরকার নেই। তোমরা সারাজীবন আমাদের দেশ এবং দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছ। তোমাদের সাথে আমাদের ভালো সম্পর্ক কোন দিনই সম্ভব নয়।
ভারতের সেনাপ্রধানের কথায় মনে হলো উনি ক্ষমতাসীন উগ্র-হিন্দুত্ববাদী দল বিজেপি সরকারের মুখপাত্র তার এতদিনে বুঝা উচিত ছিল বাংলাদেশের রাজনৈতিক সচেতন জনগণ জুলাই অগাস্ট ছাত্র-জনতার সফল আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা কে তার দেশ ভারতে বিদায় দিয়ে এবং দেশ কে ভারতের আধিপত্য বাদ থেকে মুক্ত করে আমরা বর্তমান ড,মুহাম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকারের আমলে খুব ভালো আছি,আমরা বাংলাদেশের জনগণ যেচে পড়ে ভারতের সঙ্গে সম্পর্ক করতে রাজি নয়।
তারমানে বাংলাদেশ ঠিক পথেই আছে
ভারতের বাংলাদেশের সাথে কোন সম্পর্ক রাখা উচিত নয়, ভারত শুধু বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, বাংলাদেশকে তাদের প্রদেশের মত ভাবতেছে , সেই সুযোগ আর দেওয়া যাবে না , এরা বাংলার শত্রু
ভারত কোনো দিন বাংলাদেশের মঙ্গল চায়নি।
আপনারা বাংলাদেশের সাথে ও বাংলাদেশের আপামর জনসাধারণের সাথে সম্পর্ক করবেননা, আপনারা সম্পর্ক করবেন, শেখ হাসিনার মত আপনাদের সেবক দাস/ দাসীদের সাথে!
মাওলানা ভাসানী বলে গেছেন ভারত যাকে অপছন্দ করবে সেই দেশ প্রেমিক।
যেহেতু ভারত এই সরকারকে পছন্দ করে না তাই এই সরকারই আমাদের প্রয়োজন। কারন বর্তমান সরকারই সত্যিকারের দেশ প্রেমিক।
কোন জালিমের সাথে আমরা সম্পর্ক রাখবো না। আমরা অনেক ভালো আছি এখন ভারতকে ছাড়া। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটাই নাগালে , যারা স্বৈরাচারদেরকে আশ্রয় পশ্রয় দেয় তাদের সাথে কিসের সম্পর্ক আবার। আমাদের দেশ কোন জালিমের সাথে আপোস করবেনা
এখনই পাল্টাবে, আগে নিজেদের পাল্টও!!!
এউ টোপ দিচ্ছে কাকে? ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে এতো ভয় কেন?
বাংলাদেশের জনগণ তোমাদের সাথে সম্পর্ক রাখতে ইচ্ছুক নয় শুধু কিছু ক্ষমতা লোভী রাজনৈতিক দলের নেতারা তোমাদের প্রভু হিসেবে আমাদের সামনে উপস্থাপন করতে চায়। অধিকাংশ জনগণ তোমাদের সাথে সম্পর্ক রাখার চেয়ে না রাখাই বাংলাদেশের জন্য উত্তম বলে মনে করে। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে বাঁচতে চাই ভারতের অঙ্গরাজ্যের অধিবাসী হিসেবে নয়।
গায়ে মানেনা আপনি মোরাল?
বর্তমানে আমাদের সাথে যেমন সম্পর্ক আছে, সেটা যথেষ্ট। আমাদের সরকার ঠিকই আছে। আরও বেশি ভালো চাইলে তোমাদের সরকার বদলে দেখতে পারো।
তার মন্তব্য ছোটবেলার খেলার কথা মনে করিয়ে দিলো। এটা না হলে খেলবো না, ওকে না নিলে খেলবো না। এই মন্তব্য ভারতের বাজে পররাস্ট্রনীতির প্রতিফলন।
Ofcourse, if Indian present govt. Change then relationship between both countries develop....
বাংলাদেশ সঠিক পথেই আছে এখন। ঠিক পথেই যাচ্ছে এখন। এদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানোর স্পষ্ট প্রতিবাদ করি।
বাংলাদেশ সঠিক পথেই আছে এখন। ঠিক পথেই যাচ্ছে এখন। এদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানোর স্পষ্ট প্রতিবাদ করি।
কেন? এ সরকারকে বশীভূত করা সম্ভব হচ্ছে না বোধ হয়। এই জন্যেই একটা মহল দ্রত নির্বাচনের জন্য উঠেপড়ে লেগেছে।ডাল মে কুচ কালা হায়!
ভারতের সংগে "সম্পর্কের" উন্নতি আর চাই না। প্রতিবেশীদের যার সাথে ভারতের বন্ধুত্ব (!!!) তার আর শত্রুর প্রয়োজন নেই।
তারা কি বাংলাদেশে তাদের দালা/ল খুজতাছে?