দেশ বিদেশ
কমিশন চাইলে আগের সব পর্যবেক্ষক বাতিল করা হবে: ইসি
স্টাফ রিপোর্টার
২১ মার্চ ২০২৫, শুক্রবারনির্বাচন পর্যবেক্ষক নীতিমালা সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, কিছু পর্যবেক্ষকের নিবন্ধন বাতিল হবে। তবে কমিশন চাইলে আগের সব পর্যবেক্ষকও বাতিল হতে পারে। গতকাল নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমরা পর্যবেক্ষকদের জন্য একটি খসড়া নীতিমালা তৈরি করেছি। কিছু পর্যবেক্ষকের নিবন্ধন বাতিল হবে। তবে কমিশন চাইলে সব পর্যবেক্ষকের নিবন্ধন বাতিল করা হতে পারে। দল নিবন্ধন প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নিবন্ধনের গণবিজ্ঞপ্তি বর্তমান অবস্থায় রয়েছে। হাইকোর্টে রিট হওয়ায় এখনো আদেশ আসেনি। আদালতের রুল এলে তা দেখে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি আরও বলেন, নিবন্ধিত দলগুলো চাইলে এবং শর্ত পূরণ করলে নিবন্ধন দেয়া হবে। না চাইলে প্রয়োজন নেই। আশা করছি, আগামী সপ্তাহে রায়ের কপি পাওয়া যাবে, তখন বিস্তারিত বলা সম্ভব হবে।
ভোটকেন্দ্র নীতিমালা প্রসঙ্গে তিনি বলেন, আমরা বিদ্যমান নীতিমালা ও সংস্কার কমিশনের প্রস্তাব অনুসারে কাজ করছি। একটি খসড়া তৈরি করা হচ্ছে। তিনি আরও বলেন, তবে সীমানা নির্ধারণ বিষয়ে এখনো কোনো আপডেট নেই। নির্বাচনে ডিসি-এসপিদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই নির্বাচন নিয়ে বিতর্কিত হয়েছেন। নির্বাচন সংশ্লিষ্টদের মধ্যে যারা বিতর্কিত ছিলেন, তারা নিঃসন্দেহে বিতর্কিত। ভবিষ্যতে যেন এমন বিতর্ক বা অস্বচ্ছতা না হয়, সেজন্য সর্বাত্মক প্রস্তুতি নেয়া হচ্ছে। ইনশাআল্লাহ, এবার বিতর্ক হবে না। তিনি বলেন, যারা বিতর্কিত ছিলেন, তাদের বিষয়ে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। অনেকে চাকরি হারিয়েছেন। তিনি বলেন, শাস্তিমূলক কিংবা প্রতিরোধমূলক ব্যবস্থা সরকার ও কমিশন উভয়েই নিচ্ছে। ভবিষ্যতে যেন এমন না হয়, সেটাই লক্ষ্য। স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে যা যা প্রয়োজন, কমিশন তার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।