খেলা
‘অভিযোগ নেই, যোগাযোগ করলে ভালো লাগতো’
স্পোর্টস ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ২৩ মার্চ ২০২৫, রবিবার, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫৫ পূর্বাহ্ন

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ স্কোয়াডে জায়গা হয়নি সাকিব আল হাসানের। দল ঘোষণার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র ব্যাটার সাকিবকে বিবেচনায় রাখাটা কঠিন। বোলিং নিষেধাজ্ঞায় পড়ে শেষ পর্যন্ত খেলা হয়নি বৈশ্বিক ইভেন্টে। এ নিয়ে কোনো অভিযোগ নেই সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের। তবে সাকিব চেয়েছিলেন যে বিসিবি তার সঙ্গে এ বিষয়ে অন্তত যোগাযোগটা করুক।
সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে গত সেপ্টেম্বরে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখে পড়েন সাকিব আল হাসান। খবরটি সেই সময় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। কেননা এর আগে বয়সভিত্তিক ক্রিকেট থেকে এতদূরের পথ পাড়িতে কখনওই এমন অভিযোগ ওঠেনি বাঁহাতি এই বোলারের বিরুদ্ধে। এরপর ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে প্রথম পরীক্ষা দিয়ে অকৃতকার্য হন সাকিব। ভারতের চেন্নাইয়ে পরের পরীক্ষা দিয়েও পান একই ফল । পরে বিসিবি’র একটি সূত্র জানায় যে চেন্নাইয়ের পরীক্ষায় আসা ফলাফলে কারিগরি ত্রুটি থাকতে পারে। তাই আবারও দ্বিতীয় পরীক্ষায় সুযোগ পাবেন সাকিব। কিন্তু দ্বিতীয় পরীক্ষার আগে তিনি তার শৈশবের কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে অনুশীলন করার সুযোগ চান। দেশে ফিরতে ঝুঁকি থাকায় তিনি বিসিবিকে অনুরোধ করেন ভারত কিংবা পাকিস্তানে একটি ক্যাম্পের ব্যবস্থা করতে। তবে বিসিবি সেই অনুরোধে সাড়া দেয়নি। ফলে সালাহউদ্দিনের অধীনে অনুশীলনেরও সুযোগ হয়নি। শৈশবের কোচের সঙ্গে বোলিংটা ঝালিয়ে নিলে পরীক্ষায় টিকে যাবেন, এমন আশায় নিজেকে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে যুক্ত করতে বিসিবকে অনুরোধও করেন সাকিব। কিন্তু বোর্ডের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। এরপর সারের প্রধান কোচ গ্যারেথ ব্যাটির সঙ্গে সাকিব নিবিড়ভাবে কাজ করেন এবং সেই লাফবোরোতে পরের পরীক্ষায় সফল হন। এ বিষয়ে সদ্য মুখ খুলেছেন সাকিব আল হাসান নিজে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে কথোপকথনে উঠে এসেছে তার হতাশার জায়গাটা। সাকিবের মতে, ব্যাপারগুলো আরেকটু ভালোভাবে সামলানো যেতো। তিনি বলেন, ‘দেখুন, আমার কোনো অভিযোগ নেই। তবে এ বিষয়ে যোগাযোগটা যদি আরেকটু ভালো হতো, আমি বেশি খুশি হতাম।’