ঢাকা, ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
২৭ এপ্রিল ২০২৫, রবিবার
mzamin

ব্যাটারিচালিত রিকশা সারা দেশ থেকে পূর্ণরূপে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে দেশের সর্বস্তরের নাগরিকদের একটি অংশ। গতকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এ  মানববন্ধন করেন তারা। মানববন্ধনকারীরা বলছেন, ব্যাটারিচালিত রিকশার জন্য নগর জীবনে নেমে এসেছে নিরাপত্তার সংকট। বর্তমানে শহর ও মহাসড়কের প্রতিটি মোড়ে, রাস্তায় ও গলিতে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের অনিয়ম, নৈরাজ্য, বেআইনি পার্কিং, ট্রাফিক আইন অমান্য ও হঠাৎ দিক পরিবর্তনের মতো কর্মকাণ্ডে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এসব কারণে সাধারণ পথচারী থেকে শুরু করে গাড়ি, মোটরসাইকেল, বাস, ট্রাক সব ধরনের যানবাহনের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে দুর্ভোগ। 

অবৈধ বিদ্যুৎ সংযোগে এসব অটোরিকশা চার্জ দেয়ায় বিদ্যুৎ ব্যবস্থায় চাপ বাড়ছে, ব্যাহত হচ্ছে বৈধ গ্রাহকদের সরবরাহ, আর ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগণ, অর্থনীতি ও জাতীয় সম্পদ। মানববন্ধনে আসা তানভীর ইসলাম নামের একজন বলেন, আমরা চাই, এই অবৈধ রিকশাগুলো রাজধানীসহ সারা দেশে যে তাণ্ডব চালাচ্ছে তা অতিদ্রুত বন্ধ হওয়া উচিত। যে কোনো গাড়ির জন্যই এসব রিকশা বিপজ্জনক। এদের না আছে কোনো ইন্ডিকেটর বাতি, না আছে ঠিকঠাক মতো লুকিং গ্লাস। তারা যেভাবে ইচ্ছে হয় সেভাবেই গাড়িগুলো চালায়। এর ফলে মানুষের ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা আজকে এখানে এসেছি সচেতন নাগরিক হিসেবে, সরকার যেন এই অবৈধ রিকশাগুলো দ্রুত বন্ধ করে দেয়। 

যে তিনটি দাবি নিয়ে মানববন্ধনের আয়োজন করা হয়েছে- ১. সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে, ২. ব্যাটারিচালিত অটোরিকশার যন্ত্রাংশ আমদানি, রিকশা তৈরি ও বিক্রয় বন্ধ করতে হবে, ৩. বনানীতে অটোরিকশা চালকদের কর্তৃক নাগরিকদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।

পাঠকের মতামত

ব্যাটারিচালিত রিক্সা দিন দিন এত বেশি আমাদেরকে দুর্ভোগের সৃষ্টি করছে, আমার সাহেব খুব সতর্ক এবং খুবই অ্যালার্ট একজন মানুষ, ব্যবসায়ের কাজে বাইকে যাতায়াত করতে হয় প্রতিনিয়ত, বলাই বাহুল্য ৫০,৬০ এর উপরে উনি কখনোই ওঠেন না যতই ব্যস্ত থাকুক,গত দু দুবার অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে খুব গুরুতর ভাবে আহত করে। ভীষণ জেদ হয় ভীষণ রাগ হয়। সাহেবকে বললাম কেন কিছু বলছো না, উনি উত্তর দিলেন মনে চাইছিল ওদেরকে হেলমেটটা দিয়ে মাথা ফাটিয়ে দেই, কিন্তু আমি মাথা ফাটালে কি হবে বল ওরা তো গরিব মানুষ যাবে কোথায়? কিন্তু দেখো আমার এই কষ্ট এই দুর্ভোগের কারণে আল্লাহ তাআলা আমার নিঃশ্বাসে ওদেরকে আমার চেয়েও অতীব বেশি পরিমাণ দুর্ভোগ ওদের কপালে নিয়ে আসবে.... মনে প্রানে সেটাই চাই ভদ্রলোক নিছক একজন সাধারন মানুষ , আমরা সাধারণ মানুষরা আমাদের কষ্ট হচ্ছে আমাদের হাসপাতালে চিকিৎসা ব্যয় বেড়ে যাচ্ছে, মানুষটার আয়রোজগার কমে যাচ্ছে, শুধুমাত্র অটো রিক্সার দৌরাতের কারণে। সরকারকে এখনই খুব দ্রুত এই বিষয়ে উদ্যোগ নেয়া প্রয়োজন প্রয়োজনে আমাদেরকে আমরা যারা সাধারন মানুষ আছি আমরা একসাথে সরকারের সাথে লড়বো

আকলিমা শারমিন ইতি
২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ৫:১১ অপরাহ্ন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status