ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

কানাডায় পরাজিত খালিস্তানপন্থি নেতা, পদত্যাগ

মানবজমিন ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫, বুধবার

কানাডার জাতীয় নির্বাচনে বার্নাবি সেন্ট্রাল আসনে নির্বাচন করে পরাজিত হয়েছেন খালিস্তানপন্থি নেতা জগমিত সিং। তিনি নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) থেকে প্রার্থী হিসেবে নির্বাচন করেন। এ আসনের এমপি ছিলেন তিনি। মঙ্গলবারের নির্বাচনে শতকরা প্রায় ২৭.৩ ভাগ ভোট পান। পরাজয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি। ফলে দল থেকে পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী মার্ক কারনি ও তার দল জয় পেলেও তারা একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে পারছে না। জগমিত সিং বার্নাবি সেন্ট্রাল আসন থেকে টানা তৃতীয়বার জয়ের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু লিবারেল পার্টির প্রার্থী ওয়েড চ্যাং-এর কাছে হেরে যান। জগমিত সিং শতকরা প্রায় ২৭ ভাগ ভোট পেলেও ওয়েড চ্যাং পেয়েছেন শতকরা কমপক্ষে ৪০ ভাগ ভোট। জগমিতের দল মোট আসনও হারিয়েছে। তারা জাতীয় মর্যাদাও হারাতে বসেছে। জাতীয় পর্যায়ের একটি দলের মর্যাদা পেতে হলে সেখানে কমপক্ষে ১২টি আসন পেতে হয়। এমন অবস্থায় মঙ্গলবার রাতে এঙে ধারাবাহিক পোস্ট দিয়েছেন জগমিত সিং। তিনি লিখেছেন, আমি জানি নিউ ডেমোক্রেটদের জন্য এই রাতটি হতাশার। ৪৬ বছর বয়সী জগমিত ২০১৭ সালে এনডিপি’র দায়িত্ব নেন। বলেন, তার দল খুব বেশি আসনে জিততে পারবে না। তবে আমাদের আন্দোলন নিয়ে হতাশ নই। দলের জন্য আমি আশাবাদী। আমি জানি ভীতির বিপরীতে সবসময় আমরা আশা’কে বেছে নেবো। আমরা কানাডার জন্য উত্তমটাই নির্মাণ করেছি। আমরা সেখান থেকে কোথাও যাচ্ছি না।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status